বাংলারজমিন

টাঙ্গাইলে পল্লী দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনের বহিষ্কৃত ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কারাগারে

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৮:৪১ পূর্বাহ্ন

টাঙ্গাইলে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের বহিষ্কৃত ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহাকে (৫৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। গত মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাসাইল থানা আমলী আদালতে হাজিরা দিতে গেলে তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন আদালত। তিনি ঢাকার তেজগাঁও শেলটেক গ্রামের শিশু রঞ্জন সাহার ছেলে। এর আগে তার বিরুদ্ধে টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাকাছিম গ্রামের রাইমহন মণ্ডলের স্ত্রী ও বাসাইল পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সদস্য নয়ন তারা রানী (৫২) বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, জ্বর কাশি, হাঁচিসহ নানা রোগের প্রাথমিক চিকিৎসার জন্য প্রতি উপজেলায় দুই হাজার ৫০০ জন সদস্য করার টার্গেট দেয়া হয়। এছাড়াও প্রতিজনের কাছ থেকে ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ ৪০০ টাকা করে প্রতি উপজেলা থেকে ১৫ লাখ টাকা করে সংগ্রহ করতে বলা হয়।
পরবর্তীতে গত বছরের ৫ই ফেব্রুয়ারি সদস্যদের রেজিস্ট্রেশন ফি বাবদ আসামিকে চেকের মাধ্যমে ৬০ হাজার টাকা দেয়া হয়। পরবর্তীতে গত বছরের ২০শে ফেব্রুয়ারি ৩০০ জন সদস্যের চিকিৎসা ফি এক লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়। পরবর্তীতে চলতি বছরের ১৮ই জানুয়ারি মোট এক লাখ ৮০ হাজার টাকা ফেরত চাইলে টাকা দিতে তিনি অস্বীকার করেন। টাকাগুলো তিনি আত্মসাৎ করেন। পরে ২৬শে জানুয়ারি তারা রাণী বাদী হয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাসাইল থানা আমলী আদালতে টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status