অনলাইন

সিলেটের বন্দরবাজার ফাঁড়ির সামনে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২১ অক্টোবর ২০২০, বুধবার, ২:৩৩ পূর্বাহ্ন

সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার দাবিতে বন্দরবাজার ফাঁড়ির সামনে অবরোধ করেছে ছাত্রজনতা। আজ দুপুরে তারা ফাঁড়ির সামনে রাস্তা অবরোধ করলে যানজট দেখা দেয়।

এ সময় বাংলাদেশ ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদ সিলেটের নেতারা কর্মসূচিতে অংশ নিয়ে বিক্ষোভও করেন। তারা বলেন- ঘটনার ১০ দিন পরও কেন কোনো প্রধান সন্দেহভাজন এসআই আকবরকে গ্রেপ্তার করা হচ্ছে না? তারা জানান- এ ঘটনায় সব দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে।

গত ১১ই অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হয় নগরীর নেহারীপাড়ার বাসিন্দা রায়হান উদ্দিনকে। এ ঘটনায় পুলিশ টিটু চন্দ্র দাস নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেও মুল সন্দেহভাজন আকবরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status