অনলাইন

৪ দিনের ছুটির ফাঁদে বেনাপোল স্থলবন্দর

বেনাপোল (যশোর) প্রতিনিধি

২১ অক্টোবর ২০২০, বুধবার, ১:৫৩ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-  পেট্রোপোল স্থলবন্দরে ৪ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসময় সকল প্রকার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে দেশের সর্ববৃহৎ এই স্থলবন্দর দিয়ে। তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউস ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারি যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
বিষয়টি নিশ্চত করে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, ওপারের সিঅ্যান্ডএফ থেকে পত্র দিয়ে আমাদের জানিয়েছেন- দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২৩শে অক্টোবর থেকে ২৬শে অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এ সময়ে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ২৭শে অক্টোবর সকাল থেকে আবারও আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে।
বেনাপোল কাস্টম চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন বলেন,  ২৬শে অক্টোবর পর্যন্ত দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড ও কাস্টমের কাজ চলবে। ২৭শে অক্টোবর সকাল থেকে আমদানি-রফতানি আবারও স্বাভাবিক হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status