বিশ্বজমিন
মালয়েশিয়ায় কমেছে সিপিআই
মানবজমিন ডেস্ক
২০২০-১০-২১
টানা সপ্তম মাসের মতো সেপ্টেম্বরে মালয়েশিয়ায় কনজুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) কমেছে। গত বছরের তুলনায় তা শতকরা ১.৪ ভাগ কম। বুধবার মালয়েশিয়া সরকারের প্রকাশ করা এক ডাটা উল্লেখ করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের জরিপে ১০ জন অর্থনীতিবিদ যে অবনমন সম্পর্কে পূর্বাভাষ দিয়েছেন, সরকার ঘোষিত পরিমাণ তার চেয়ে শতকরা ১.৩ ভাগেরও কম। এর আগে আগস্টেও সেখানে সিপিআই পতন হয়েছিল শতকরা ১.৪ ভাগ।