খেলা

বৃথা গেল ধাওয়ানের রেকর্ডগড়া সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর ২০২০, বুধবার, ৮:৩৫ পূর্বাহ্ন

আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা দুই সেঞ্চুরি হাঁকালেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান। মঙ্গলবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৫৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ধাওয়ান। এর আগে শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১০১ রানে অপরাজিত ছিলেন তিনি।

ধাওয়ানের ৬১ বলে ১০৬* রানের ইনিংসে ছিল ১২ চার ও ৩ ছক্কার মার। তাতে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ধাওয়ান। তার আগে এই কৃতিত্ব দেখান সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নার।

১৬৮ ইনিংসে তার সংগ্রহ ৫০৪৪ রান। গড় ৩৫.০২। স্ট্রাইকরেট ১২৬.৭০।  টুর্নামেন্টে রেকর্ড ৫৭৫ চার এবং ১০৬টি ছক্কা হাঁকিয়েছেন ধাওয়ান।

ধাওয়ানের শতকের পরেও পাঞ্জাবের বিপক্ষে ৫ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে দিল্লি। লক্ষ্যটা ৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় পাঞ্জাব। টানা তিন জয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো প্রীতি জিনতার দল। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে পাঞ্জাব। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে দিল্লি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status