বিশ্বজমিন
ভারতীয় কাশ্মীরে যৌথ বাহিনীর অভিযানে ৪ সশস্ত্র বিদ্রোহী নিহত
মানবজমিন ডেস্ক
২০২০-১০-২০
ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কাশ্মীরি ৪ সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে। এরমধ্যে মঙ্গলবার কাশ্মীরের পুলওয়ামাতে ২ জন এবং সোমবার মেলহুরাতে ২ জন নিহত হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, সূত্রের খবরের ওপর ভিত্তি করেই অভিযানগুলো চালায় পুলিশ, সিআরপিএফ এবং সেনাদের যৌথ বাহিনী। অভিযানের সময় তাদের উপস্থিতি বুঝতে পেরেই গুলি ছুঁড়তে শুরু করে বিদ্রোহীরা। পাল্টা গুলি করলে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় এসল্ট রাইফেল এবং পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে নিহত বিদ্রোহীরা কোন জঙ্গি সংগঠনের সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি।