বিশ্বজমিন

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার যৌথ নৌ মহড়া

মানবজমিন ডেস্ক

২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ১:১০ পূর্বাহ্ন

দক্ষিণ চীন সাগরে সোমবার যৌথভাবে নৌ মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর মঙ্গলবার এ কথা জানিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে বলা হয়েছে, এটা ছিল এ বছর ওই এলাকায় পঞ্চম যৌথ নৌ মহড়া। ওই অঞ্চলে চীনের দখলদারিত্ব নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। এরই প্রেক্ষিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে উন্মুক্ত ও অবাধ করতে পদক্ষেপ জোরালো করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status