খেলা

`বন্দি' ক্রিকেট জীবনে হাঁপিয়ে উঠছেন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ১২:৩৭ অপরাহ্ন

করোনাকালে ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে কোয়ারেন্টিন আর বায়ো বাবল শব্দ যুগল। ক্রিকেট ফেরার পর থেকে এই দুটির মধ্যে থেকেই টানা খেলতে হচ্ছে খেলোয়াড়দের। লম্বা সময় প্রিয়জনদের ছেড়ে ক্রিকেট নিয়ে থাকতে গিয়ে হাঁপিয়ে উঠছেন ক্রিকেটাররা। এতদিন এসব নিয়ে কথা বলেননি কেউ। কোয়ারেন্টিন আর বায়ো বাবলের মধ্যে সবচেয়ে বেশি কাটাতে হয়েছে ইংলিশ ও ক্যারিবিয়ানদের। করোনা পরবর্তী ক্রিকেট শুরু হয় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে। ইংল্যান্ড টানা চার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। ইংলিশদের বিপক্ষে সিরিজের পর ক্যারিবিয়ানরা সিপিএল টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত ছিলেন। এরপরই আইপিএল খেলতে আরব আমিরাতে। করোনায় স্বাধীন জীবন হারিয়ে সবচেয়ে বেশি হাঁপিয়ে উঠেছেন ইংলিশ ও ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সবার আগে সেটা প্রকাশও করলেন তারাই। ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগান ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার মনে করেন, কোয়ারেন্টিন ও বায়ো বাবলের (জৈব সুরক্ষা বলয়) মধ্যে টানা ক্রিকেট খেলা অসম্ভব। বছর জুড়ে এভাবে খেললে প্রভাব পড়বে মানসিক স্বাস্থ্যের উপর।



টানা ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে নানা নিয়ম-কানুন। এসব মানতে গিয়ে মানসিকভাবে পিছিয়ে পড়ার একটা উদাহরণ দিয়েছেন জেসন হোল্ডার। তিনি বলেন, ‘ক্রিকেটে ফেরাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই সময়ে অনেকে কাজ হারিয়েছে। আমি ভাগ্যবান যে আমি এখনো কাজ করে যাচ্ছি। আমরা ক্রিকেট খেলতে ভালবাসি। তবে সেরা পারফরমেন্সের জন্য মানসিকভাবে চাঙা থাকাটা গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডে দুইমাস বায়ো বাবলের মধ্যে ছিলাম। মাত্র দুই দিন বার্বাডোজে কাটিয়ে দেড় মাসের জন্য সিপিএল খেলতে চলে যাই। সিপিএল শেষ করে ৪-৫ দিন পরই আইপিএলে ডাক পেলাম। এক প্রকার আইসোলেশনের মধ্যেই রয়েছি। পরিবারকে সঙ্গে নেয়ার অনুমতি নেই বেশিরভাগ ক্ষেত্রেই। প্রিয়জনদের ছাড়া লম্বা সময় দূরে থাকা কঠিন। ৫ মাস আমি বার্বডোজকে ভালো করে দেখি না। জানি না আবার কবে প্রিয় জায়গায় ফিরতে পারবো।’

এক বায়ো বাবল থেকে আরেক বাবলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এউইন মরগানকেও। তিনি বলেন, ‘বছর জুড়ে এরকম পরিস্থিতির মধ্যে থেকে খেলা অসম্ভব। সবার সুরক্ষার কথা ভেবেই এসব নিয়ম করতে হয়েছে। কিন্তু মানসিক স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবা উচিত। অনেক খেলোয়াড় সফর থেকে নিজেদের নাম সরিয়ে নিলে আমি অবাক হবো না। সেজন্য আবার এমন ভাবা উচিত নয়, সংশ্লিষ্ট খেলোয়াড় দেশের প্রতি দায়িত্বশীল নয়।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status