বিনোদন

আলাপন

অনেক সস্তা কাজও ওয়েবে হচ্ছে -মৌসুমী হামিদ

এন আই বুলবুল

২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ৯:৫৩ পূর্বাহ্ন

এখনো ওয়েব প্ল্যাটফরমের জন্য কাজ করা হয়নি। তবে এই মাধ্যমে কাজ করার ইচ্ছে আছে। কিন্তু যেমন-তেমন কাজের মধ্য দিয়ে ডিজিটাল প্ল্যাটফরমে আসতে চাই না। মানবজমিনকে এভাবে কথাগুলো জানালেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তার ভাষ্য, আজকাল কেউ কেউ টেলিছবিকে ওটিটিতে ফিল্ম বলে প্রচার করছে। আবার অনেক সস্তা কাজও ওয়েবে হচ্ছে। আমি ভালো কিছুর মধ্য দিয়ে শুরুটা করতে চাই। এই গ্ল্যামারকন্যা গতকাল কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন বলে জানান। কোনো শুটিং নয়, নিজের মতো করে সময় কাটানোর জন্যই সেখানে ছিলেন কদিন। করোনাকালীন সময়ে শুটিং নিয়ে জানতে চাইলে তিনি বলেন, নিয়মিত কাজ করছি। তবে আগের মতো না। একটা দুটো কাজের পর একটু বিরতি নেই। তারপর আবার শুরু করি। বর্তমান ব্যস্ততা কী নিয়ে? উত্তরে তিনি বলেন, ছোটপর্দার কাজ নিয়েই এখন আমার ব্যস্ততা। ধারাবাহিক নাটকের পাশাপাশি একক নাটকেও কাজ করছি। এরইমধ্যে সীমান্ত সজলের পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছি। নাম ‘প্রেম ও বিসর্জন’। একজন হিন্দু মেয়ের জীবনের নির্মম বাস্তবতার মুখোমুখি হওয়ার ঘটনাই এখানে চিত্রায়িত হয়েছে।  এছ্ড়াা আরো একজন নির্মাতার ‘অভিমানী’ শিরোনামের নাটকে অভিনয় করেছি। ছোটপর্দার বাইরে এই অভিনেত্রীর ‘গোর’ শিরোনামের একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। এটি নির্মাণ করেছেন গাজী রাকায়েত। ছবিটি নিয়ে মৌসুমী বলেন, আমার অভিনয়ের ক্যারিয়ারের অন্যতম একটি অর্জন এ ছবি। পরিচালক গাজী রাকায়েত ভাই অনেক আন্তরিকতা দিয়েই ছবিটি নির্মাণ করেছেন। এটি মুক্তি পেলে দর্শকের ভালো লাগবে। অভিনয়ের বাইরে এই অভিনেত্রীকে দেখা গেছে উপস্থাপনায়ও। করোনার আগে অনুষ্ঠান উপস্থাপনায় নাম লেখান তিনি। উপস্থানায় কী নিয়মিত দেখা যাবে? উত্তরে তিনি বলেন, ট্র্যাভেল বিষয়ক অনুষ্ঠানটির শুটিংয়ের জন্য আমাকে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে শুটিং করতে হয়েছে। করোনার কারণে এখন এর শুটিং বন্ধ আছে। তবে উপস্থাপনা করতে আমার ভালোই লেগেছে। কারণ এর শুটিংয়ের জন্য বিভিন্ন স্থানে যাওয়া যায়, যা বেশ আনন্দদায়ক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status