খেলা

মাশরাফি-সাকিবকে নিয়েই টি-টোয়েন্টি লীগ

স্পোর্টস রিপোর্টার

২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ৮:৩২ পূর্বাহ্ন

কর্পোরেট লীগ হবে নাকি নিজেদের ব্যবস্থাপনায় টি-টোয়েন্টি লীগ- এখনো তা চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে জানা গেছে শেষ পর্যন্ত কর্পোরেট লীগ হচ্ছে না। বিসিবি স্পন্সর নিয়ে আয়োজন করবে একটি টি-টোয়েন্টি আসরের। সেখানে অংশ নিবে পাঁচ দল। জানা গেছে বিভাগের নামেই আপাতত দলগুলোর নামকরণ হয়েছে। এরই মধ্যে ৭৫ জন ক্রিকেটার নিয়ে একটি খসড়া তালিকাও তৈরি করেছেন নির্বাচকরা।  সেখানে আছেন সাকিব আল হাসানও। আর মাত্র ৮ দিন (২৮শে অক্টোবর) পর সাকিবের ওপর থেকে উঠে যাচ্ছে আইসিসির নিষেধাজ্ঞা। তাই তার খেলতে আর কোনো বাধা নেই। তাকে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘সাকিব আল হাসান কেন থাকবে না! সে তো আমাদের সেরা ক্রিকেটার। সবচেয়ে বড় কথা হলো ২৯ তারিখ থেকে সাকিবের নিষেধাজ্ঞা থাকছে না। তাহলে এমন একটি আসরে তাকে বাদ দিয়ে দল করার তো প্রশ্নই আসে না। আর মাশরাফি যে খেলবে সেটাতো আগেই জানা ছিল। আমরা ৭৫ জনের তালিকা করেছি। এখনো এটি খসড়া তালিকা। হ্যাঁ, আমরা এখানে সবাইকে রাখতে পারবো তাও না। কয়েকজন পরিচিত ক্রিকেটার বাদ পড়তে পারে সেটাই স্বাভাবিক।’
বিসিবি প্রেসিডেন্টস কাপে তিনটি দলে খেলছে ৫৬ জন ক্রিকেটার। আর
টি-টোয়েন্টি লীগে প্রয়োজন ৫ দলে ৭৫ জন ক্রিকেটার। তাই স্বাভাবিক ভাবেই বিসিবির ব্যবস্থাপনায় অনুশীলনের বাইরে থাকা আরো ৩০ জন ক্রিকেটারকে মাঠে ফেরাতে হবে। যাদের অনেকেই এখন ব্যক্তিগতভাবে অনুশীলন করে যাচ্ছেন। তবে তারা কতটা ফিট তা নিয়ে রয়েছে সন্দেহ। জানা গেছে, বিপিএল বা ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমাররাই এই আসরে শেষ পর্যন্ত জায়গা পাবেন। এই অসরে মাঠে ফিরতে পারেন রনি তালুকদার, নাজমুল ইসলাম অপু, শামসুর রহমান শুভ, শাহরিয়ার নাফীস, কামরুল ইসলাম রাব্বিরা। আবার বাদ পড়তে পারেন আবদুর রাজ্জাক, অলক কাপালি, ইলিয়াস সানির মতো পরীক্ষিত ক্রিকেটাররাও। এ বিষয়ে বাশার বলেন, ‘৭৫ জনের তালিকা করলে সবাইকে রাখা সম্ভব নয় এটাই স্বাভাবিক। তবে এখনই আমরা কে থাকছে আর থাকছে না তা বলতে চাই না।’
অন্যদিকে  শেষ পর্যন্ত যে করপোরেট টি টোয়েন্টি লীগ হচ্ছে না সেটি প্রায় নিশ্চিত হওয়া যায় বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনের বক্তব্যে। তবে টি-টোয়েন্টি আসরটি হবে সেটি অনেকটাই নিশ্চিত। খালেদ মাহমুদ বলেন, ‘কর্পোরেট লীগ কথাটা বলা ঠিক হচ্ছে না। টি-টোয়েন্টি একটা টুর্নামেন্ট হবে, এটা কর্পোরেট হবে নাকি কী হবে আমি জানি না, সভাপতি স্যার বলতে পারবেন। দলগুলোর ব্যাপারে এখনো কিছু হয়নি, রাফ অবস্থায় আছে। প্রকৃতপক্ষে ওটা হয়তো পরবর্তী সপ্তাহের মধ্যে আমরা শতভাগ জানবো। প্রেসিডেন্টস স্যার এটা নিজের কাছে রেখেছেন, কীভাবে হবে না হবে।’
এছাড়াও এই টি-টোয়েন্টি আসরে বিদেশি বড় তারকা আনার বিষয়টি নিশ্চিত করেছেন সুজন। তিনি বলেন, ‘আমরাতো চাই সুপার স্টাররা আসুক। তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক অর্থাৎ আমাদের যে টপ ক্রিকেটার তাদের থেকে নিচু মানের কোনো খেলোয়াড় আসলে তো আমরা বিবেচনায় নিব না। ভালো প্লেয়ার আসলে আমরা বিবেচনায় রাখতে পারি। সত্যিকথা বলতে আমরা এখনো সেরকম কোনো নাম পাইনি, বড় কোনো  নাম পাইনি। যদি না পাই তাহলে লোকাল প্লেয়ারদের নিয়েই করবো। আমরা যদি ওরকম মানের একটা করে আইকন প্লেয়ারও দিতে পারতাম যারা দলে বাড়তি অনুপ্রেরণা দিতে পারে ওরকম নাম বা প্লেয়ার যিনি মোরালি বুস্ট আপ করতে পারবে। ওরকম পেলে একটা চিন্তার বিষয় কিন্তু এ না হলে মনে হয় না আমরা এরকম কিছুতে যাবো।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status