খেলা

ইন্দোনেশিয়াতেও বাকীর ব্রোঞ্জ

স্পোর্টস রিপোর্টার

২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ৮:৩০ পূর্বাহ্ন

একই দিনে দুটি প্রতিযোগিতায় অংশ নেন আব্দুল্লাহ হেল বাকী । অনলাইনে অনুষ্ঠিত দুই  প্রতিযোগিতাতেই বাকী সাফল্য পেয়েছেন। রোববার বিকালে গুলশান শুটিং রেঞ্জে অনুষ্ঠিত শেখ রাসেল অনলাইন এয়ার রাইফেলে ৬১৭.৩ স্কোর করে ব্রোঞ্জ  জেতেন বাকী। জাপানের নাওইয়া ওকাদা ৬৩০.৯ স্কোর করে জেতেন সোনা। আর ভারতের শাহু তুষার মানে ৬২৩.৮ স্কোর করে নিশ্চিত করেন রুপা। একই দিন সকালে ইন্দোনেশিয়ার জাতেং অনলাইন শুট সিরিজে অংশ নেন বাকী। সেখানেও তৃতীয় হয়েছেন কমনওয়েলথ গেমসে রৌপ্য জয়ী এই শুটার।  ইন্দোনেশিয়ার প্রতিযোগিতায় বাকীর স্কোর ছিল ৫৯৫। আর প্রথম হওয়া বলো ত্রিয়ান্তোর স্কোর ৬০০। এতে ৫৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় হয়েছেন ইউসুফ ইসিমা। বাকী অবশ্য পদক জিততে পেরে ভীষণ খুশি।  এক দিনে দুটি পদক জিতে বাকী বলেন, ‘অনেক দিন পর শুটিংয়ে ফিরে দুই জায়গাতেই শীর্ষ তিনে স্থান করে নিতে পেরেছি। এমন সাফল্যে আমি আনন্দিত।’ আগামী ২১শে নভেম্বর আরও একটি অনলাইন প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশের শুটাররা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status