বাংলারজমিন

করোনায় মারা গেলেন সিলেটের প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ৭:৫১ পূর্বাহ্ন

 করোনার কাছে হেরে গেলেন সিলেটের প্রবীণ সাংবাদিক ও জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম। গত রোববার রাতে সিলেটের সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক সেলিম সুশাসনের জন্য নাগরিক সনাকেরও সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি ও দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। পারিবারিক সূত্র জানায়- সাংবাদিক আজিজ আহমদ সেলিম প্রায় এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন। এরপর তাকে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। এদিকে- গতকাল বাদ জোহর সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহে জানাজা শেষে দরগাস্থ কবরস্থানে সমাহিত করা হয়েছে। জানা যায়, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে- তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ সিলেটের বিশিষ্টজনেরা।
 তিন দিনের শোক কর্মসূচি: সিলেট জেলা  প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বর্ষীয়ান সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা প্রেস ক্লাব। গত রোববার রাতে এ কর্মসূচি ঘোষণা করেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে প্রথম দিন গতকাল থেকে কালো ব্যাজ ধারণ ও বাদ জোহর জানাজা পূর্বে মরদেহে শ্রদ্ধা নিবেদন। পরদিন মঙ্গলবার (২০শে অক্টোবর) বাদ জোহর ক্লাব কার্যালয়ে মিলাদ মাহফিল এবং বুধবার (২১শে অক্টোবর) এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল। এ ছাড়া আজিজ আহমদ সেলিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয়  দৈনিকগুলোতে এক কলাম দুই ইঞ্চি শোক ব্যাজ ছাপাতে ক্লাবের পক্ষ থেকে সম্পাদকসহ দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানানো হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status