বাংলারজমিন

সাদিপুর ইউনিয়ন উপনির্বাচন আজ

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ৭:৩২ পূর্বাহ্ন

সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন উপনির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ আজ। এ ইউনিয়নে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ (নৌকা), সাদিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রব আল মামুন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী লন্ডন মহানগর আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ (আনারস)। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ ইউনিয়নের ৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ২১ হাজার ৮৮৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে ১১ হাজার ৭ পুরুষ ও ১০ হাজার ৮৭৬ জন মহিলা। কেন্দ্রগুলো হচ্ছে-রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাতলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাভুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দ তাজ উদ্দিন (রহ:) সরকারি প্রাথমিক বিদ্যালয়, খসরুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পাদনে যথাযথ পদক্ষেপ নিয়েছে উপজেলা নির্বাচন অফিস। প্রতিটি কেন্দ্রে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারের সমন্বয়ে ২৫ জনের টিম থাকবে। এ ছাড়া তিনজন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ দল কাজ করবে বলে জানা গেছে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে রাখা হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। একটি নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের ব্যাপারে আমরা আশাবাদী। উল্লেখ্য, গত ১৩ই জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাদিপুর ইউনিয়নের টানা দু’বারের নির্বাচিত বিএনপি মনোনীত চেয়ারম্যান হাজী আবদুর রব। ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য হয়ে পড়লে তা পূরণের লক্ষ্যে ১৪ই সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status