শেষের পাতা

কিশোর গ্যাংকে নজরদারিতে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের

স্টাফ রিপোর্টার

১৯ অক্টোবর ২০২০, সোমবার, ৯:৩৬ পূর্বাহ্ন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধীদের চিহ্নিত করে তাদের অবস্থান, গতিবিধি, ইভটিজিং ও মাদক সেবনের স্থানসমূহ নজরদারিতে আনতে হবে। ঢাকা শহরের রাস্তায় কোনো ধরনের ব্যাটারিচালিত রিকশা চলবে না। গতকাল সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ অনুষ্ঠিত ডিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গত শনিবার দৈনিক মানবজমিন পত্রিকায় রাজধানীর ১০ থানায় সাড়ে ৫০০  কিশোর গ্যাং দাঁপিয়ে বেড়াচ্ছে বলে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ কিশোর গ্যাংকে আইনের আওতায় আনার কথা বলেন।
ডিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শফিকুল ইসলাম বলেন, ফ্লাইওভারগুলোতে ওঠা ও নামার জায়গায় উচ্চক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা বসাতে হবে। গাড়ি ও মোটরসাইকেল চুরি প্রতিরোধে প্রযুক্তির সাহায্য নেয়া যেতে পারে। ক্রাইম ডাটা হালনাগাদ করে চোর ও ছিনতাইকারীদের তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় আনতে হবে। মাদকসেবীদের চিহ্নিত করে তাদের মাদক সেবন থেকে ফিরিয়ে আনতে পারলে মাদকসেবী কমার সঙ্গে সঙ্গে মাদকও কমে যাবে।
সভায় এসময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, যুগ্ম পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ ঢাকার ৫০ থানার ওসিরা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status