বাংলারজমিন

কক্সবাজারে মাটিতে পুঁতে রাখা গৃহবধূর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

১৯ অক্টোবর ২০২০, সোমবার, ৭:৫৩ পূর্বাহ্ন

কক্সবাজারের মহেশখালীতে  গত ৬ দিন ধরে নিখোঁজ থাকা গৃহবধূ আফরোজা বেগমের মরদেহ উদ্ধার হয়েছে। গত শনিবার মধ্যরাতে কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলায় স্বামীর বাড়ির আঙ্গিনার মাটি খুঁড়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূর নাম আফরোজা (২৫)। তিনি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূঁইছড়া গ্রামের মো. ইসহাকের মেয়ে। স্বামীর নাম রাকিব হাসান বাপ্পি। বাপ্পি চকরিয়ার উপকূলীয় বদরখালী কলেজের খণ্ডকালীন শিক্ষক। তিনি উত্তর নলবিলার হাসান বশিরের ছেলে। স্থানীয় সূত্র জানায়, এক বছর আগে বাপ্পির সঙ্গে আফরোজার বিয়ে হয়। এটি আফরোজার তৃতীয় এবং বাপ্পীর চতুর্থ বিয়ে। বিয়ের পর তাদের মধ্যে পারিবারিক কলহের জেরে ধরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা পর্যন্ত গড়ায়। অবশেষে গত কিছুদিন পূর্বে মামলায় আপোষের সূত্র ধরে স্বামী বাপ্পি স্ত্রী আফরোজাকে তার বাড়িতে নিয়ে যায়। গত ১২ই অক্টোবর স্ত্রী আফরোজা নিখোঁজ হয় বলে শাশুড়ি রোকেয়া হাসান আফরোজার বাবার বাড়িতে খবর দেয়। সেই থেকে আফরোজা নিখোঁজ ছিল। আর এদিন থেকে স্বামী রাকিব হাসান বাপ্পীও পলাতক ছিল। মহেশখালী থানার অফিসার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল হাই বলেন, গত ১২ই অক্টোবর শ্বশুর বাড়ি থেকে আফরোজা বেগম ‘নিখোঁজ’ হন। এ ঘটনায় তার বাবা মোহাম্মদ ইসহাক বাদী হয়ে রাকিব হাসান বাপ্পীকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার গভীর রাতে স্বামীর বাড়ির লোকজন উঠানের মাটি খুঁড়তে শুরু করলে গোয়েন্দা তথ্যে পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়। পরে ওই বাড়ি থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আফরোজার মরদেহ উদ্ধার করা হয়। অভিযুক্তরা পলাতক থাকায় এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ধরতে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য আফরোজার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status