বাংলারজমিন

বশিমুরকৃবি’তে পেঁপের উন্নত জাত উদ্ভাবন

ইকবাল আহমদ সরকার, গাজীপুর থেকে

১৯ অক্টোবর ২০২০, সোমবার, ৭:৫৩ পূর্বাহ্ন

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত বিইউ-১ জাতের পেঁপে চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। উচ্চ ফলনশীল, সুস্বাদু-মিষ্টি, রোগ বালাই কম, প্রতিটি গাছে ফলন ধরার নিশ্চয়তাসহ বাজারে ব্যাপক চাহিদা থাকায় গাজীপুর ও আশপাশের জেলায় বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে এই পেঁপে। চাষিরা বলছেন, হেক্টর প্রতি অন্যান্য ফসলের তুলনায় অপেক্ষাকৃত বেশি লাভ থাকায় তারা বাণিজ্যিক ভিত্তিতে পেঁপে চাষ করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, উদ্ভাবিত পেঁপের জাতটিতে শতভাগ ফলন ধরে, প্রতিটি গাছে উৎপাদিত হয় ন্যূনতম ৫০-৬০ কেজি পেঁপে। পুষ্টির চাহিদা পূরণেও ভূমিকা রেখে যাচ্ছে এই ফসল। দেশে ৫ হাজার ৪২০ একর জমিতে পেঁপে চাষাবাদ হচ্ছে যার মাধ্যমে ১২ হাজার ৩৭০ টন পেঁপে উৎপাদন হচ্ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি পুষ্টিকর ফল হিসেবে পেঁপের চাহিদা রয়েছে দেশব্যাপাী। ফলে বিইউ পেঁপে-১ জাতটি বাণিজ্যিকভাবে চাষাবাদের ব্যাপারে কৃষক পর্যায়ে ব্যাপক সাড়া পেয়েছে। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ সুস্বাদু ফল ও সবজি পেঁেপর উচ্চ ফলনশীল দেশীয় জাত উদ্ভাবন করেছে। ওই বিভাগের মরহুম ড. এম এ খালেক মিয়া ও অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভীর নেতৃত্বে টানা পাঁচ বছর গবেষণা করে উচ্চ ফলনশীল এ জাতটি উদ্ভাবন করা হয়। জাতীয় বীজ বোর্ডের মাধ্যমে বিইউ পেঁপে-১ নামে এটি নিবন্ধিত করার পর এর বীজ ছড়িয়ে দেয়া হয় সারা দেশে। বর্তমানে গাজীপুর, ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ হচ্ছে এই জাতের পেঁপে। কৃষকরা বলছেন, এই জাতের পেঁপে চাষ অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভজনক। রোগ বালাই ও উৎপাদন খরচ কম থাকায় এই জাতের পেঁপে চাষে আগ্রহী হয়ে ওঠছেন দেশের প্রান্তিক কৃষকরা। ব্যবসায়ীরা বলছেন, উদ্ভাবিত বিইউ জাতের পেঁপে পাকার পরেও শক্ত থাকে, ফল অত্যন্ত মিষ্টি। ফলে সহজে বাজার জাত করা যায়। বর্তমানে বাজারে এই জাতের পেঁপের প্রচুর চাহিদা রয়েছে। বিইউ-১ জাতের উদ্ভাবক অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী বলেন, বাংলাদেশে বাণিজ্যিকভিত্তিতে চাষাবাদ করার মতো প্রচলিত কোন জাত ছিলনা। এজন্য ৫ বছর ধরে গবেষণা চালিয়ে দেশীয় জার্ম প্লাজম ব্যবহার করে এই জাত উদ্ভাবন করা হয়েছে। এর অন্যতম বৈশিষ্ট্য সব গাছে ফল ধরবে, ফলের মিষ্টতা অনেক বেশি এবং প্রতিটি গাছে অন্তত ৬০ কেজি পেঁপে ধরে।
সুপীম সীড কোম্পানীর কর্মকর্তা আফজাল হোসেন জানান, বিইউ-১ জাত উদ্ভাবনের পর ২০১৭ সাল থেকে এটি দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেয়ার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি বেসরকারি বাজারজাত-করণ প্রতিষ্ঠান সুপীম সীড কোম্পানি কাজ করে যাচ্ছে। এখানকার উদ্যোক্তাদের আশা, ২০২৫ সালের মধ্যে এই জাতের ১০০ কেজি পেঁপে বীজ সরবরাহের মাধ্যমে দেশে অন্তত ৫০ হাজার হেক্টর জমি পেঁপে চাষের আওতায় আনা। পাশাপাশি বীজের রোগ প্রতিরোধ ক্ষমতা ও চারা গজানোর ক্ষমতা অন্যান্য বীজ থেকে বেশি বলে নার্সারী ব্যবসায়ীরাও লাভবান হবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দিন মিয়া এর জাত সম্পর্কে বলেন, এই বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৫০টি জাত উদ্ভাবিত হয়েছে। এসব জাতের মধ্যে অন্যতম হচ্ছে বিইউ-১ জাতের পেঁপে। প্রচলিত জাতে সব গাছে পেঁপে ধরে না কিন্তু আমাদের উদ্ভাবিত জাতে প্রতিটি গাছে পেঁপে ধরবে। এই বীজ সারাদেশে ছড়িয়ে দেয়ার জন্য এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কাজ করছি। আমাদের লক্ষ সারাদেশের কৃষকরা যেন এই বীজ সম্পর্কে জানতে পারে এবং লাভবান হতে পারে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status