খেলা

নেপালের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি

জাতীয় দলের প্রস্তুতি শুরু অক্টোবরের শেষ সপ্তাহে

স্পোর্টস রিপোর্টার

১৮ অক্টোবর ২০২০, রবিবার, ৯:১৬ পূর্বাহ্ন

বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত হয়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মাঠে ফেরা। সেই অনিশ্চয়তা কিছুটা হলেও কেটেছে। নভেম্বরে ফিফার নির্ধারিত প্রীতি ম্যাচের সূচিতে যোগ হতে পারে বাংলাদেশের নাম। ১১ থেকে ১৯শে নভেম্বর ফিফার প্রীতি ম্যাচ খেলার নির্ধারিত সূচি। এই দিনগুলোর মধ্যে নেপালের সঙ্গে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। গত ২৩শে জানুয়ারি সর্বশেষ ম্যাচ খেলেছিল জাতীয় দল। এরপর থেকেই শুরু তাদের অপেক্ষা। বিশ্বকাপ বাছাইপর্বের বাকি চারটি ম্যাচ আগামী নভেম্বরে হওয়ার কথা ছিল। ফিফা অবশ্য করোনার সার্বিক অবস্থা বিবেচনা করে বাছাইপর্বের ম্যাচগুলো ২০২১ সালে আয়োজনের সিদ্ধান্ত নেয়। এর আগে নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দুুটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ জেমি ডে। গতকাল এই বৃটিশ কোচ মুঠোফোনে মানবজমিনকে বলেন, এটা আসলে খুবই ভালো খবর। সত্যি বলতে আমি খুব করে চাইছিলাম ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলতে। সেটা যেহেতু হচ্ছে তাই আমাদের দ্রুত প্রস্তুতি শুরু করে দিতে হবে। আগামীকাল (আজ) বাফুফের সঙ্গে অনলাইনে সভা করে বিষয়টি চূড়ান্ত করবো। জাতীয় দলের প্রস্তুতি নিয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা নেপালকে দুটি ম্যাচ খেলতে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা খেলতে সম্মত হয়েছে। তারা সরকারের কাছ থেকে অনুমতিও নিয়েছে। তবে ম্যাচ দুটি কবে মাঠে গড়াবে সেটা আগামী সপ্তাহে চূড়ান্ত হবে। করোনার কারণে ফ্লাইট সিডিউলের বিষয় আছে, কোয়ারেন্টিনের বিষয় আছে। সবকিছু বিবেচনা করেই তারিখ ঠিক করবো। তারপর কোচ জেমিকে ঢাকায় আসতে বলবো অনুশীলন শুরু করতে।’ এসব কিছুই দ্রুত হওয়ার ইঙ্গিত দিয়ে বাফুফের এই প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আশা করি এই মাসের শেষ সপ্তাহে জেমি ডে ঢাকায় আসবেন। জেমি ঢাকায় আসার পরেই অক্টোবরের ২৭ কিংবা ২৮ তারিখে আমরা প্রস্তুতি শুরু করতে পারবো। নেপাল ছাড়াও মালয়েশিয়া, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। এর মধ্যে করোনা পরিস্থিতির কারণে অনেকেই খেলতে সম্মতি দেয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status