খেলা

যুবাদের ফিটনেস নিয়ে চিন্তিত হকি কোচ মামুন

স্পোর্টস রিপোর্টার

১৮ অক্টোবর ২০২০, রবিবার, ৯:১৬ পূর্বাহ্ন

২১ থেকে ৩০শে জানুয়ারি মওলানা ভাসানী স্টেডিয়ামে বসবে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির আসর। ১০ জাতির টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে- মালয়েশিয়া, জাপান, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুর। এবারের এশিয়া কাপ আগামী বছর অনুষ্ঠিতব্য জুনিয়র বিশ্বকাপেরও বাছাইপর্ব। সেরা চারের মধ্যে থাকতে পারলে বিশ্বকাপের টিকিট পাবে যুবারা। টুর্নামেন্ট সামনে রেখে জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রশীদের অধীনে ১০ই অক্টোবর শুরু হয়েছে যুবদলের ক্যাম্প।  কোভিড-১৯ টেস্ট শেষে গত শুক্রবার মাঠের অনুশীলন শুরু করেছে যুবারা। করোনার কারণে দীর্ঘ সময় খেলার বাইরে থাকায় ফিটনেস লেভেল তলানিতে ঠেকেছে খেলোয়াড়দের। অনুশীলনের শুরুতেই তাই খেলোয়াড়দের ফিটনেস ভাবাচ্ছে হেড কোচ মামুনুর রশীদকে। খেলোয়াড়দের ফিটনেস স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে মাঠের জন্য প্রস্তুত করে তোলা তাই বড় চ্যালেঞ্জ সাবেক এই তারকার জন্য। সময় হাতে আছে আড়াই মাসের মতো। স্বল্প সময়ে এই চ্যালেঞ্জটা নিতে খেলোয়াড়দের সমর্থন চাইছেন মামুন। বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিধর দল। তাই গ্রুপিং নিয়ে চিন্তিত বাংলাদেশের প্রধান কোচ। মামুন বলেন, ‘যে গ্রুপটা হয়েছে সেটা আমাদের জন্য অনেক কঠিন। অনেকে বলছেন, গ্রুপ পরিবর্তন হতে পারে। তবে সেটা ভিন্ন কথা। যদি এই গ্রুপটাই থাকে তাহলে সেটা আমাদের জন্য অনেক কঠিনই। মনে করেছিলাম একটা ব্যালান্স গ্রুপ হবে। সেটা আসলে হয়নি। কঠিন গ্রুপিংয়ের কারণে আমাদের চ্যালেঞ্জটা বেড়ে গেল। শেষ পর্যন্ত যদি গ্রুপিং এটাই থাকে তখন বাংলাদেশের সম্ভাবনা কতটুকু জানতে চাইলে সাবেক এই জাতীয় তারকা বলেন, যদি পরিবর্তন না হয় আমাদের তো খেলতেই হবে। আমরা মেন্টালি ও ফিজিক্যালি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।  অনুশীলন শুরু হয়েছে। এখন ফিটনেস প্রোগ্রাম চলছে। ইনশাআল্লাহ দুই মাসের মধ্যে আরো উন্নতি হবে। টুর্নামেন্ট নিয়ে আশার কথা শুনিয়ে মামুন বলেন, আমাদের খেলোয়াড়রা প্রতিভাবান। ভালো কিছু করার আগ্রহ আছে ওদের মধ্যে। প্রত্যেক দিন কিছু না কিছু শেখার চেষ্টা করে। এটা ইতিবাচক দিক। ওরা গ্রুপিং নিয়ে কোনো চিন্তা করছে না। আমার কাছে এটা ভালো লাগছে। প্রত্যেক খেলোয়াড়ই ইতিবাচক মন-মানসিকতা নিয়ে অনুশীলন করছে। খেলোয়াড়রা যদি ইতিবাচক হয় তাহলে আমাদের কোনো চিন্তা থাকে না। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। এই দলটি ছাড়াও গ্রুপে অন্য যারা আছে তাদের বর্তমান শক্তি-সামর্থ্য সম্পর্কে  বাংলাদেশের কোনো ধারণা আছে কিনা- জানতে চাইলে বাংলাদেশের এই কোচ বলেন, ওমান বাংলাদেশে এসেছিল সিরিজ খেলতে। তার আগে কিন্তু পাকিস্তানের বিপক্ষে একটা সিরিজ খেলেছে তারা। ৫ ম্যাচের সিরিজে পাকিস্তান ৪-১ ব্যবধানে জিতেছিল ওমানের বিরুদ্ধে। ওই সিরিজের ভিডিওগুলো সংগ্রহ করেছি। পাকিস্তানের ওই দলটিই কিন্তু বাংলাদেশে আসবে। ওই সিরিজের পর পাকিস্তান যুবদল আর কোথাও খেলেনি। ওই ভিডিওগুলো খেলোয়াড়দের একবার দেখিয়েছি। আরো বিশ্লেষণ করবো পাকিস্তানের ম্যাচগুলো। এ ছাড়া ভারত অনেক শক্তিশালী দল। সে ক্ষেত্রে পাকিস্তান ও কোরিয়াকে আমরা টার্গেট করবো। কোরিয়া দলের ম্যাচ ভিডিও সংগ্রহের চেষ্টা করছি। ভারত সর্বশেষ জুনিয়র ওয়ার্ল্ডকাপ চ্যাম্পিয়ন। গত বছর মালয়েশিয়াতে একটি টুর্নামেন্ট হয়েছিল। সেই টুর্নামেন্টেও ভারত চ্যাম্পিয়ন। সবকিছু মিলিয়েই আমি ভারতকে বেশি শক্তিশালী মনে করছি। পরিকল্পনা বাস্তবায়নে সবার আগে ফিটনেসে জোর মামুনের। প্রথম দিনের অনুশীলন শেষে তিনি বলেন, ‘আমাদের খুব বেশি সময়ও নেই। জানুয়ারিতে টুর্নামেন্ট। আড়াই মাসের মধ্যে স্বাভাবিক ফিটনেসে ফিরিয়ে তাদের পারফরমেন্সের জায়গায় নিয়ে আসতে হবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status