খেলা

জেলায় কারাতে প্রতিভা অন্বেষণ

স্পোর্টস রিপোর্টার

২০২০-১০-১৮

জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় দেশজুড়ে কারাতে প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথমপর্বে ২০টি জেলায় প্রতিভা অন্বেষণ হচ্ছে। ৯ই অক্টোবর মাদারীপুরে প্রতিভা অন্বেষণের উদ্বোধন করেন ফেডারেশনের সভাপতি ও দুদক কমিশনার ড. মোহাম্মদ মোজাম্মেল হক। ১৫ই অক্টোবর বরিশাল জেলায় শুরু হয়েছে নতুন কারাতেকা খোঁজার কার্যক্রম। উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ সময় ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

একই দিনে চাঁপাই নবাবগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় কারাতে প্রতিভা অন্বেষণের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন হয়। মঙ্গলবার পটুয়াখালী ও শুক্রবার গোপালগঞ্জ জেলায় সপ্তাহব্যাপী কারাতে সেমিনার শুরু হবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status