বাংলারজমিন

দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

১৮ অক্টোবর ২০২০, রবিবার, ৮:৩৮ পূর্বাহ্ন

সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বিতর্কিত চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে চাঁদাবাজি ও দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এর আগে এ অভিযোগে গত ২৯শে সেপ্টেম্বর সাভার মডেল থানায় সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে মামলা হয় এবং ঐদিন রাতেই বিরুলিয়ার কাকাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। গত ১৪ই অক্টোবর স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বেআইনি জনতাবদ্ধে অন্যের জমিতে প্রবেশ করে পথরোধ, মারপিট করে চাঁদা আদায় ও হুমকি প্রদানের অভিযোগে বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status