বাংলারজমিন

বেপরোয়া রোহিঙ্গা চালকদের নিয়ন্ত্রণের দাবি

টেকনাফ (কক্সাবজার) প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২০, রবিবার, ৮:৩৮ পূর্বাহ্ন

 কক্সবাজার-টেকনাফের প্রধান সড়কে অবৈধ টমটম ও অটোরিকশার বেপরোয়া গতি ও যত্রতত্র চলাচলের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এসব টমটম গাড়ি ও  রোহিঙ্গা চালকদের নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন হ্নীলায় বিভিন্ন সড়কে চলাচলরত যানবাহন সংগঠনের  নেতৃবৃন্দ ও যাত্রীরা। টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া, জাদিমোরা, লেদা সড়কের টমটম সমিতির সভাপতি কবির আহমদ ও সাধারণ সম্পাদক কামাল  হোছেন লিখিত আবেদনে জানান, ২০১৭ সালে রোহিঙ্গা নাগরিকেরা ২৭, ২৬, ২৫ ও ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়। তারা সরকারি-বেসরকারি সংস্থা প্রদত্ত যাবতীয় সুযোগ-সুবিধা ভোগের পরও নামে- বেনামে এবং কাগজপত্র জালিয়াতি করে সিএনজি, মাহিন্দ্রা, টমটম ও অটোরিকশার মালিক বনে যায়। ক্যাম্প ছেড়ে টেকনাফের প্রত্যন্ত এলাকায় অবাধে চলাচলের পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্রাদি বহন করছে। যা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে মাদক ইয়াবা ও আগ্নেয়াস্ত্র আটক করতে সক্ষম হয়েছে। এসব রোহিঙ্গার জন্য সড়কে স্থানীয় যানবাহন চালকেরা হয়রানির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সড়কে বিনা বাধায় যানবাহন চালালেও ক্যাম্পে স্থানীয় চালকেরা প্রবেশ করতে গেলে নির্দিষ্ট অংকের টোকেন নিয়ে ঢুকতে হয়। যা স্থানীয় চালকদের নিয়ে কতিপয় সুবিধাভোগীদের বাণিজ্যের শামিল। তাই এসব কাগজপত্রবিহীন রোহিঙ্গা চালকদের ক্যাম্পের ভেতরে সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জ, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ দায়িত্বশীল সংস্থাসমূহের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। এই দাবি বাস্তবায়ন না হলে হ্নীলা ইউনিয়নের বিভিন্ন সড়কে রোহিঙ্গা চালকদের প্রতিহতের ঘোষণা দিয়েছেন হ্নীলা ইউনিয়ন টমটম চালক সমবায় সমিতির সভাপতি আবুল হোছন আবু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, হ্নীলা স্টেশন-মৌলভীবাজার রোডের টমটমচালক সমিতির সভাপতি  দেলোয়ার হোছেন ওরফে সোনা মিয়া, সাধারণ সম্পাদক সরওয়ার আলম, দমদমিয়া-লেদা রোডের সভাপতি কবির আহমদ ও সাধারণ সম্পাদক কামাল হোসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status