বাংলারজমিন

মির্জাগঞ্জে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২০, রবিবার, ৮:২৭ পূর্বাহ্ন

ধর্ষণকারীরা হলো কুলাঙ্গার। ধর্ষণকারীরা যদি চিন্তা করতো যাকে ধর্ষণ করা হয় সে কারো না কারো মা, বোন অথবা স্ত্রী। তার ঘরেও এ রকম মা, বোন আছে তাহলে আর ধর্ষণ হতো না। আর কোনোমতেই নারীকে নির্যাতন হতে দেয়া যাবে না। আমরা যার যার স্থান থেকে প্রতিরোধ গড়ে তুলবো। প্রতিহত করবো ধর্ষণ। ধর্ষণ ও নির্যাতনকারীকে ছাড় দেয়া হবে না। গতকাল সকালে  উপজেলার সরকারি  মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে সভাপতির স্বাগত বক্তব্যে এসব কথা বলেন মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম। “নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারীবান্ধব দেশ গড়ি” এ প্রতিপাদ্যে মির্জাগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।  পটুয়াখালী জেলা পুলিশের সহায়তায় ও মির্জাগঞ্জ  থানার ৪নং বিট-এর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জহিরুল জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হাচিনা হাবিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতহার উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন জুয়েল বেপারী, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন মৃধা, অধ্যাপক ইউনুচ আলী সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. জসিম উদ্দিন সবুজ মৃধা ও ওই মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলার ৬টি ইউনিয়নের বিটে এই সমাবেশ করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status