বাংলারজমিন

যে সরকারই ক্ষমতায় আসুক জাতীয় পার্টির সমর্থন লাগবে, জিএম কাদের

সোনারগাঁও প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২০, রবিবার, ৮:২৪ পূর্বাহ্ন

জাতীয় পার্টির আমলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত ছিল। ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নতি সাধন হয়েছিল। অর্থনৈতিক ও অবকাঠামো উন্নতির পথে ছিল, আইনের শাসন প্রতিষ্ঠিত ছিল। এখন এগুলোর খুবই অভাব। দেশে খুন, ধর্ষণ, রাহাজানির সংখ্যা বেড়ে গেছে। আমাদের এসব সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। জাতীয় পার্টির উপর মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। সে আস্থা ও বিশ্বাসের উপর ভর করে জাতীয় পার্টি একদিন ক্ষমতায় আসবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। গতকাল বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আমিনপুর মাঠে সোনারগাঁও উপজেলা ও পৌর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক না কেনো জাতীয় পার্টির সমর্থন লাগবে। নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে সম্মেলনে রক্তব্য রাখেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।
সম্মেলনে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে সভাপতি ও বিএনপির উপজেলা সহ-সভাপতি সম্মেলনে যোগদানকারী পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআরকে সিনিয়র সহ-সভাপতি এবং আবু নাঈম ইকবালকে সাধারণ সম্পাদক করে জাতীয় পার্টির উপজেলা কমিটি ঘোষণা করা হয় এবং একই সঙ্গে এমএ জামানকে সভাপতি ও শফিকুল ইসলাম শফিকে সাধারণ সম্পাদক করে পৌর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। এ সময় এমপিপতœী ডালিয়া লিয়াকতকে আসন্ন সোনারগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র হিসাবে অনানুষ্ঠানিকভাবে জাতীয়  পার্টির প্রার্থী ঘোষণা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র সাদেকুর রহমান, জাতীয় পার্টির নেতা আবু নাঈম ইকবাল, এমএ জামান, রফিকুল ইসলাম, ডালিয়া লিয়াকত প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status