শেষের পাতা

ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ করবে পুলিশ

স্টাফ রিপোর্টার

১৭ অক্টোবর ২০২০, শনিবার, ৮:৪৪ পূর্বাহ্ন

ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ করবে পুলিশ। দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার দেশব্যাপী প্রায় সাত হাজার বিট পুলিশিং এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল বিটে একযোগে একই সময়ে শনিবার সকাল দশটায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্যসংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। সমাবেশে অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানাবেন। সেইসঙ্গে এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করবেন। প্রতি?টি সমা?বেশ স্ব স্ব বিটের ফেসবুক পেই?জে সরাস?রি সমপ্রচার করা হবে। দেশে ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশে সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status