ভারত

ভারতে বাণিজ্যিক সংস্থার পলিটিক্যাল ফান্ডিংয়ের আশি শতাংশই বিজেপির

বিশেষ সংবাদদাতা, কলকাতা

১৬ অক্টোবর ২০২০, শুক্রবার, ২:০২ পূর্বাহ্ন

যে রাজনৈতিক দল  ক্ষমতায় থাকে তারা বেশি রাজনৈতিক ফান্ডিং এর সুবিধাও পেয়ে থাকে৷  এটা প্রতিষ্ঠিত সত্য৷  কিন্তু  অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্ম  দুহাজার আঠারো -  উনিশ সালের যে হিসেবটি দাখিল করেছে তাতে দেখা যাচ্ছে পলিটিক্যাল ফান্ডিং এর আশি শতাংশই পেয়েছে ভারতে শাসক দল বিজেপি৷  টাটা এবং ভারতী এয়ারটেল  বিজেপির ফান্ড- এ সব থেকে বড় দাতা৷   তারা ওই বছর মোট পলিটিক্যাল ফান্ডিং করেছে চারশো পঞ্চান্ন কোটি পনেরো লক্ষ টাকার৷  বেশিরভাগটাই গেছে বিজেপির তহবিলে৷   হিরো মোটরকর্প,  জুবিল্লান্ট ফুড,  জেকে টায়ার্স,  জে এস ডব্লিউ সিমেন্ট,  ওরিয়েন্ট সিমেন্ট, ডি এল এফ এর প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট মোট ফান্ডিং করেছে একশো দু কোটি পঁচিশ লক্ষ টাকার৷  এইভাবে কর্পোরেটদের নিয়ে গঠিত বেশ কিছু ট্রাস্ট পলিটিক্যাল ফান্ডিং করেছে৷   ভারতীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিজেপি সাতশ বেয়াল্লিশ কোটি পনের লক্ষ টাকা পলিটিক্যাল ফান্ডিং নিয়ে শীর্ষে আছে৷ ভারতের জাতীয় কংগ্রেস পেয়েছে একশো আটচল্লিশ কোটি আটান্ন লক্ষ টাকা৷   তৃতীয় স্থানেই আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস৷ তাদের প্রাপ্তি  চুয়াল্লিশ কোটি ছাব্বিশ লক্ষ টাকা৷  চতুর্থ স্থানে  বারকোটি পঞ্চাশ হাজার টাকা নিয়ে এনসিপি৷   পঞ্চম স্থানে সিপিএম তিন কোটি তিনহাজার  টাকা নিয়ে৷ উল্লেখযোগ্য,  বিজেপি দুহাজার তেরো সাল থেকে উনিশ সাল পর্যন্ত মোট পলিটিক্যাল ফান্ডিং এর বিরাশি শতাংশই টেনে নিয়েছে৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status