বাংলারজমিন

সড়কে ঝরলো ৬ প্রাণ

বাংলারজমিন ডেস্ক

১৬ অক্টোবর ২০২০, শুক্রবার, ৯:১৪ পূর্বাহ্ন

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে মেহেরপুরে ২ জন, নওগাঁয় ৬ জন  ও ঢাকার দোহারে এক বৃদ্ধা রয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে যাত্রীবাহি বাস ও ইটভাঙা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ওয়াসিম হোসেন (৩০) ও জাফর আলী (৩৫) নামের দু’জন নিহত হয়েছেন। নিহতরা মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বাসিন্দা। গতকাল ভোররাতে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ও দিনদত্ত ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নওগাঁ ও মহাদেবপুর প্রতিনিধি জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী নামক স্থানে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতরা হলো- মাসুদ রানা (৪২), নার্স নিপা খাতুন (২৪) ও মমিন হোসেন (৪২)। গত বুধবার সন্ধ্যায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত তিনজন নওগাঁ সদর হাসপাতালে ও অন্য একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে এখন পর্যন্ত নিহত ও আহতের নাম বা পরিচয় জানা যায়নি।
দোহার (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় অঞ্জলি কর্মকার (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি কার্তিকপুর গ্রামের নির্মল কর্মকারের স্ত্রী। দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজন বিশ্বাস জানান, বুধবার বিকালে উপজেলার কার্তিকপুর বাজারের একটু সামনে আঞ্চলিক প্রধান সড়কের পাশ দিয়ে ওই বৃদ্ধা হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত এসে তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status