বাংলারজমিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ায় বাজেট বাড়ানোর তাগিদ

মো. জয়নাল উদ্দীন, কুবি থেকে

১৬ অক্টোবর ২০২০, শুক্রবার, ৯:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ চার বছর আগে ১০-১৫ ইভেন্ট দিয়ে জমকালো ভাবে বার্ষিক ক্রীড়া উদযাপন করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। গেল তিন বছর স্বাধীনতা দিবসে কয়েকটি ইভেন্ট দিয়ে বার্ষিক ক্রীড়া আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়টি। দায়সারাভাবে বার্ষিক ক্রীড়া উদযাপনে ক্রীড়ায় কম বাজেট দেয়া, লোকবল সংকট ও প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন শিক্ষার্থীরা।
শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, ২০১৯-২০ সালে শারীরিক শিক্ষা বিভাগে বরাদ্দ দেয়া হয়েছিল ৬ লাখ টাকা। প্রায় ২৩টির উপরে অ্যাথলেটিক ইভেন্ট আয়োজনের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজন করে মাত্র হাতেগোনা কয়েকটি। যেখানে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ভলিবল, হকিসহ অন্যান্য খেলাধুলায় খরচ হয় প্রায় সাড়ে তিন লাখ টাকা। আবার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল, মেয়েদের ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলাধুলায় প্রায় তিন লাখ টাকার উপর চলে যায়। ফলে বার্ষিক ক্রীড়ায় অ্যাথলেটিক ইভেন্ট আয়োজন করার জন্য তেমন বাজেট থাকে না। ফলে অ্যাথলেটিকসহ বড় পরিসরের ক্রীড়া থেকে বঞ্চিত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবার হকি, ভলিবলসহ দুই একটি ইভেন্ট ছাড়া আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়। শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মনিরুল আলম বলেন, ‘বাজেট স্বল্পতা ও শারীরিক শিক্ষা বিভাগের লোকবল সংকট থাকায় বড় পরিসরে বার্ষিক ক্রীড়া আয়োজন করতে সমস্যা হয়। বিশ্ববিদ্যালয়ের মাঠে নিয়মিত খেলাধুলা করে এমন অন্তত আটজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলে জানা যায়, ‘বিশ্ববিদ্যালয়ের ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় উপযুক্ত মাঠ পাওয়া যায় না। ক্রিকেট প্রতিযোগিতায় পিচে গর্ত ও ভালোভাবে রুলারও করা হয় না। আবার ফুটবল প্রতিযোগিতায় মাঠের গর্ত ভরাট হয় না। এমনকি মাঠে পাথরের টুকরো থাকার কারণে ইনজুরিতে পড়তে হয় বলে অভিযোগ অনেক শিক্ষার্থী। মাঠ নিয়ে আয়োজকদের অভিযোগ দিলে কোনো প্রতিকার পাওয়া যায় না বলে জানান অনেকে।


বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, হলের বার্ষিক ক্রীড়ায় আউটডোর খেলাধুলার তেমন ছোঁয়াও দেখা যায় না। আয়োজন হয় না কোনো অ্যাথলেটিকস ইভেন্ট। ছেলেদের হলের সামনে ক্রীকেটের শর্টপিচ, ইন্ডোরের কয়েকটি ইভেন্ট দিয়ে হলের বার্ষিক ক্রীড়া শেষ করে হল প্রশাসন।
হলে বড় পরিসরে বার্ষিক ক্রীড়া আয়োজন না হওয়ার কারণ জানতে চাইলে কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট এমদাদুল হক বলেন, ‘হলে ক্রীড়ার সামগ্রী ও বাজেট বাড়াতে হবে। শুধু তাই না, হলের জন্য যে বাজেট আছে তা সুষ্ঠুভাবে বণ্টন করতে হবে। তাহলে বড় পরিসরে হলে ক্রীড়া আয়োজন করা যাবে।’
মেয়েদের হলে বিতর্কের ইভেন্ট চালু হলেও বার্ষিক ক্রীড়ার কোনো ইভেন্ট হয় না বলে জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আইভি রহমান।
মেয়েদের হলে বার্ষিক ক্রীড়ার ব্যাপারে জানতে চাইলে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট মো. সাদেকুজ্জামান জানান, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর হলে ক্রীড়ার জন্য যে বাজেট দেয়া হয়েছে তা থেকে বার্ষিক ক্রীড়ার আয়োজন করা হবে।’
বিশ্ববিদ্যালয়ে ক্রীড়ার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরৗ বলেন, ক্রীড়ায় বাজেট বাড়ানো হবে। লোকবল সংকটে সমস্যার সমাধানও করা হবে। বড় পরিসরের বার্ষিক ক্রীড়ার আয়োজন করা হবে বলে জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status