বাংলারজমিন

বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতন দেলোয়ারের ১৭ দিনের রিমান্ড আবেদন

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৮:০৬ পূর্বাহ্ন

বেগমগঞ্জের এখলাসপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূলহোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে ১৭ দিনের রিমান্ডের আবেদন করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। নোয়াখালী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্র জানায়, বেগমগঞ্জ থানায় দায়ের হওয়া ধর্ষণ, অস্ত্র, বিস্ফোরক আইনে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর হাবিবুর রহমান দেলোয়ারের ৭ দিনের রিমান্ডের আবেদন করেন এবং একই থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনের দুটি মামলার তদন্তকারী সাব ইন্সপেক্টর মীর হোসেন প্রতি মামলায় ৫ দিন করে ১০ দিন মোট তিন মামলায় ১৭ দিন রিমান্ডের আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি রেকর্ড অফিসার এ তিন মামলায় ১৭ দিনের রিমান্ড আবেদনের খবর নিশ্চিত করে বলেন, আদালত আগামী ১৮ই অক্টোবর এ তিনটি মামলায় রিমান্ডের শুনানির পর আদেশ দেবেন। পিবিআই সূত্র জানায়, পিবিআই এর নিকট তদন্তে থাকা শিশু ও নারী নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলা দুটিতে পিবিআই সুবিধাজনক সময়ে রিমান্ডের আবেদন করবেন। উল্লেখ্য, বেগমগঞ্জের এখলাসপুরের জয়কৃষ্ণপুরে দেলোয়ার বাহিনী গৃহবধূ (৩৭) এর বাড়িতে হামলা করে তার স্বামীকে মারধর করে ঘরের বাহিরে নিয়ে গাছের সাথে বেঁধে রাখে এবং ঘরের ভিতর গিয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে বেধড়ক মারধর করে আহত করে এবং তাকে বিবস্ত্র করে মোবাইলে ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ ভাইরাল করে। ছবি ভাইরাল হওয়ার পর নোয়াখালীসহ সারা দেশ উত্তপ্ত হয়ে ওঠে। এ ব্যাপারে গৃহবধূ ৯ জনের নাম দিয়ে এবং ৮/৯ জনকে অজ্ঞাতনামা আসামি করে বেগমগঞ্জ থানায় শিশু, নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করে। এ মামলাগুলিতে এজাহারে দেলোয়ারের নাম না দিলেও র‌্যাব গ্রেপ্তার করে নোয়াখালীতে পাঠানোর পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে এ দুটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে। সে বর্তমানে নোয়াখালী জেলা কারাগারে রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status