ভারত

টেলিভিশন রেটিং কেলেঙ্কারির জের,  ভারতে তিনমাস নিউজ চ্যানেলে টিআরপি বন্ধ  

বিশেষ সংবাদদাতা, কলকাতা 

১৫ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৬:১৪ পূর্বাহ্ন

ভারতে আগামী তিনমাস কোনও নিউজ চ্যানেলকে টিআরপি দেয়া হবে না।  ব্রডকাস্ট রিসার্চ কাউন্সিল ওরফে বার্ক এই কথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টকে।  টিআরপি কেলেঙ্কারি নিয়ে মুম্বই পুলিশ যে তদন্ত শুরু করেছে তা শেষ না হওয়া পর্যন্ত বার্ক আর কোনও রেটিং পয়েন্ট দেবে না।  অর্থাৎ,  বিজ্ঞাপনদাতাদের  এখন নির্ভর করতে হবে টেলিভিশনের পার্সেপশনের ওপর।  উল্লেখযোগ্য, গত সপ্তাহে তিনটি চ্যানেল এই কেলেঙ্কারিতে যুক্ত বলে মুম্বই পুলিশ জানায়।  মুম্বই পুলিশের বিরুদ্ধে রিপাবলিক টিভির রিট  পিটিশন বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি।  তারা জানিয়েছে, রিপাবলিক টিভির অফিস আছে মুম্বইয়ের ফ্লোরা ফাউন্টেন এর কাছে।  যেটি বোম্বে হাইকোর্টের খুব কাছে।  সেখানেই যেন তারা আবেদন করে।  ভারতে টেলিভশন এর রেটিং পয়েন্ট নিয়ে এই ধরনের কেলেঙ্কারি নতুন।  বাংলা চ্যানেল এবিপি আনন্দও  বার্ককে জানিয়েছে যে, বাংলাতেও কয়েকটি চ্যানেল বেশি বিজ্ঞাপন পাওয়ার জন্যে টিআরপি  জালিয়াতি করছে।  বার্ক পুরোটাই অনুসন্ধান করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status