অনলাইন

মাদক মামলায় রোহিঙ্গা যুবকের দুই বছরের কারাদণ্ড

ফেনী প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ২:০৯ পূর্বাহ্ন

ফেনীতে মাদক মামলায় কালা মিয়া ওরফে জুবায়ের (২৫) নামে এক রহিঙ্গা যুবককে দুই বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ রায় প্রদান করেন। জামিনে ছাড়া পাওয়ার পর থেকে কালা মিয়া পলাতক রয়েছেন। মাদকসহ আটকের সময় কালা মিয়া ওরফে জুবায়ের কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্প এমআরসি নং ১৬৬৪৩, ব্লক-এ, সেড নং-৪৯ এর ঠিকানা ব্যবহার করেছিলেন।

ফেনী জজ আদালতের রাষ্ট্রপক্ষে আইনজীবী (এপিপি) নিমাই লাল সূত্রধর জানান, ২০১৭ সালের ১৩ই আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর রেল ক্রসিং এলাকায় ৩কেজি গাঁজাসহ কালা মিয়া ওরফে জুবায়েরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেন। ওই বছরের ৯ই অক্টোবর ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এম এ সুফিয়ান কুতুবী অভিযুক্ত কালা মিয়া ওরফে জুবায়েরের বিরুদ্ধে বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে দীর্ঘ শুনানি শেষে আসামি কালা মিয়া ওরফে জুবায়ের দোষী প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status