বিশ্বজমিন

অনলাইন নিউ স্ট্রেইটস টাইমসের খবর

আনোয়ার ইব্রাহিমকে পুলিশ সদর দপ্তরে তলব

মানবজমিন ডেস্ক

১৫ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ১০:৩৯ পূর্বাহ্ন

রাজধানী কুয়ালালামপুরের বুকিত আমানে অবস্থিত পুলিশ সদর দপ্তরে তলব করা হয়েছে মালয়েশিয়ার বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, পার্লামেন্টের বেশির ভাগ এমপি তাকে সমর্থন করছেন। তাই তিনি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনকে ক্ষমতা থেকে সরিয়ে নিজে প্রধানমন্ত্রী হতে চান। এ জন্য তিনি মঙ্গলবার রাজার সঙ্গে সাক্ষাত করেন। কিন্তু সেখানে তাকে সমর্থনকারী এমপিদের সংখ্যা প্রকাশ করলেও, তাদের নাম প্রকাশ করেননি। ফলে ওইসব এমপিদের সঙ্গে রাজার যে সাক্ষাত হওয়ার কথা ছিল তা স্থগিত করে রাজপ্রাসাদ। এ অবস্থায় নিজের বক্তব্যের বিষয়ে তদন্তে পুলিশকে সহায়তা করার জন্য পিকেআর পার্টির প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমকে পুলিশ সদর দপ্তরে তলব করা হয়েছে। তিনি দাবি করেছেন, পার্লামেন্টের ২২২ জন এমপির মধ্যে ১২১ জন তাকে সমর্থন করছেন। ডিআইজি এক্রাইল সানি আবদুল্লাহ সানি জানিয়েছেন, এ বিষয়ে তার বক্তব্য রেকর্ড করবে পুলিশ। বিষয়টি আনোয়ার ইব্রাহিমকে জানিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার মিওর ফারিদালাথ্রাস ওয়াহিদ। তিনি ফেডারেল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের উপপরিচালকও। আরো বলা হয়েছে, আনোয়ার ইব্রাহিমের বক্তব্য স্থানীয় সময় বিকাল ৩টায় রেকর্ড করবে ক্লাসিফায়েড ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status