বিনোদন

আলাপন

সরকার থেকে এখনো তহবিল পাইনি -আহসান হাবিব নাসিম

এন আই বুলবুল

১৪ অক্টোবর ২০২০, বুধবার, ৯:৩৬ পূর্বাহ্ন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আহসান হাবিব নাসিম। টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করছেন। এরইমধ্যে ‘বীরত্ব’ শিরোনামের একটি চলচ্চিত্রের প্রথম লটের শুটিং শেষ করেছেন। এটি পরিচালনা করছেন সাইদুল ইসলাম রানা। এতে নাসিমকে দেখা যাবে একজন নারী পাচারকারী ও চোরাকারবারীর চরিত্রে। নাসিম বলেন, চরিত্রটি খুবই মজাদার। দর্শক এখানে আমাকে নতুন লুকে দেখবেন। এই চরিত্রটি করতে গিয়ে অভিনয়ের বেশ সুযোগ পাচ্ছি। তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেত হয় এই অভিনেতার। ভালো গল্প ও চরিত্র পেলে এভাবে নিয়মিত কাজ করার আগ্রহ প্রকাশ করেন নাসিম। ছোটপর্দাতেও বেশ ব্যস্ত আছেন বলে জানান তিনি। তার হাতে এখন তিনটি ধারাবাহিক নাটক আছে। এরমধ্যে এজাজ মুন্নার ‘শহরালী’, রওনক হাসানের ‘বিবাহ হবে’ শিরোনামের ধারাবাহিক প্রচার চলতি রয়েছে। এছাড়া সালাউদ্দিন লাভলুর নাম চূড়ান্ত না হওয়া আরো একটি ধারাবাহিকে কাজ করছেন তিনি। অভিনয়ের বাইরে নাসিম অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। করোনাকালীন সময়ের প্রথম দিকে সংগঠন থেকে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়ে দারুণ প্রশংসিত হন। এখন সংগঠনের কার্যক্রম কী? প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা চলতি মাসের শেষের দিকে শিল্পীদের নিয়ে একটি সেমিনার করার পদক্ষেপ নিচ্ছি। করোনার শুরুর দিকে বিভিন্ন শিল্পীদের সহযোগিতা নিয়ে, যারা খারাপ অবস্থায় ছিলেন তাদের পাশে আমরা থাকার চেষ্টা করেছি। প্রায় ২০ লক্ষ টাকার সহযোগিতা করেছি আমার বিভিন্ন ভাবে। সরকার থেকে আপনাদের একটা তহবিল দেবার কথা ছিল। সেই তহবিল কী পেয়েছেন? নাসিম বলেন, সরকার থেকে এখনো তহবিল পাইনি। তথ্য মন্ত্রনালয় থেকে আমাদের বলা হয়েছে সহযোগিতা করা হবে। কিন্তু কত টাকা দেবে বা কিভাবে দেবে সেটি স্পষ্ট করেনি।  সেই তহবিলটা পেলে আমরা হয়তো আরো ভালো কিছু কাজ করতে পারতাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status