শিক্ষাঙ্গন

ডিপিই’র সামনে আন্দোলনে প্যানেল প্রত্যাশীরা

স্টাফ রিপোর্টার

১৩ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ৪:০৮ পূর্বাহ্ন

প্যানেলের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহাকারী শিক্ষক নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সামনে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন প্যানেল প্রত্যাশীদের একাংশের নেতাকর্মীরা।

রোববার ও সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে তারা অবস্থান নিলেও আজ মঙ্গলবার তারা ডিপিই'র সামনে অবস্থান নিয়েছেন। আন্দোলনে কাফনের কাপড় পরে অবস্থান নিয়েছেন তারা। গেইটের সামনে স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছেন তারা। এসময় অনেককেই অসুস্থ হয়ে পরতে দেখা যায়। আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ছয় বছর পর ২০১৮ সালে বিঞ্জপ্তি প্রকাশ করা হলেও পদ শুন্য রেখেই নিয়োগ শেষ হয়। তাদের অধিকাংশরই বয়স শেষ হয়ে গেছে।

সংগঠনের সভাপতি আব্দুল কাদের জানান, দীর্ঘদিন ধরে সরকারের কাছে অনেক আবেদন নিবেদন করেও কোন ফল না পাওয়ায় তারা বাধ্য হয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান নিতে বাধ্য হয়েছেন।
প্যানেল প্রত্যাশাী কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই কাফনের কাপড়ে উপস্থিত হয়েছি। দাবি আদায় করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ।

আন্দোলন চলাবস্থায় চার নেতাকে বৈঠকে বসেন ডিপিই পরিচালকরা। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক। বৈঠক শেষে আবু হাসান বলেন, আমাদের কাছে বিভিন্ন ডকুমেন্ট চাওয়া হয়েছে। এরপর এগুলো নিয়ে তারা মন্ত্রণালয়ে জানাবেন। এরপর তারাই সিদ্ধান্ত নেবেন। আন্দোলনের বিষয়ে তিনি বলেন, এরপরও আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যাবো না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status