বিনোদন

প্রতিবেশীর বিরুদ্ধে রিয়ার পদক্ষেপ

বিনোদন ডেস্ক

১৩ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ১০:৩২ পূর্বাহ্ন

সংবাদমাধ্যমে মিথ্যা বয়ান দিয়েছেন প্রতিবেশী। তা নিয়ে পদক্ষেপ নিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের দায়িত্বে থাকা সিবিআইকে চিঠি লিখে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। লিখেছেন, মিথ্যা বয়ান দিয়ে তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করেছেন ওই প্রতিবেশী। তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। গত ১৪ই জুন বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই থেকে গত চার মাস ধরে তার বান্ধবী রিয়াকে নিয়ে টানাপড়েন চলছে। সুশান্তের পরিবারের অভিযোগ, রিয়াই তাদের ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। তার টাকাপয়সা নয় ছয় করেছেন। তদন্তকারী সংস্থাগুলি এখনও পর্যন্ত তার কোনও হদিশ না পেলেও রিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলেছেন নেটাগরিকরা। তার মধ্যেই সম্প্রতি সংবাদমাধ্যমে রিয়ার প্রতিবেশী ডিম্পল থাওয়ানি জানান, ১৩ই জুন রিয়াকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যান সুশান্ত। এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে সে কথা জানতে পেরেছেন তিনি। যদিও তার আগে রিয়া নিজে জানিয়েছিলেন, মৃত্যুর এক সপ্তাহ আগে তাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলেন সুশান্ত। সেই মতো নিজের বাড়ি ফিরে যান তিনি। তার পর আর দু’জনের মধ্যে দেখাসাক্ষাৎ হয়নি। তাই ওই প্রতিবেশীর মন্তব্যে নতুন করে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। প্রশ্ন ওঠে, তা হলে কি রিয়া মিথ্যা বলছেন? কিন্তু জানা যায়, সিবিআইয়ের জেরার মুখে ভেঙে পড়েন ডিম্পল নামের ওই মহিলা। গোয়েন্দাদের তিনি জানান, রিয়া ও সুশান্তকে কখনও একসঙ্গে দেখেননি। ১৩ই জুন রিয়াকে বাড়ি পৌঁছে দিতে এসেছিলেন সুশান্ত, এ কথা কে তাকে বলেছেন জানতে চাইলে, সিবিআইকে তার জবাবও দিতে পারেননি তিনি। বিভ্রান্তিকর তথ্য দেওয়া নিয়ে তাকে সতর্ক করেন গোয়েন্দারা। তার পরেই সোমবার সিবিআইকে চিঠি লেখেন রিয়া। তিনি লেখেন, তদন্ত বিপথে চালিত করতে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন ওই মহিলা যা কিনা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ২০৩ (ভুয়ো তথ্য প্রদান), ২১১ (কারও ক্ষতিসাধনের উদ্দেশে মিথ্যে অভিযোগ আনা) ধারা অনুসারে অপরাধযোগ্য। প্রায় এক মাস জেলে থাকার পর গত ৭ই অক্টোবর মাদক মামলায় রিয়ার জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status