বিনোদন

চ্যালেঞ্জারহীন ১০ বছর

স্টাফ রিপোর্টার

১২ অক্টোবর ২০২০, সোমবার, ৩:১০ পূর্বাহ্ন

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের হাত ধরে ‘হাবলঙের বাজার’ নামের একটি নাটকের মধ্য দিয়ে অভিনয়ে আসেন চ্যালেঞ্জার। অভিনয়ে অল্প দিনের ক্যারিয়ারে দাপিয়ে বেবিয়েছেন গুণী এই অভিনেতা। আজ চ্যালেঞ্জারহীন ১০ টি বছর পার হয়েছে। ২০১০ সালের আজকের দিনে তিনি মস্তিষ্কের ক্যানসারে মারা যান। এতাদিন পার হলেও চ্যালেঞ্জারের জনপ্রিয়তার ছাপ রয়ে গেছে। ভক্তরা এখনও ইউটিউব বা টিভি সেটে তার নাটক-সিনেমা দেখে মুগ্ধ হন। তার ডাক নাম সাদেক। পুরো নাম এএসএম তোফাজ্জল হোসেন। সব বয়সী দর্শকের কাছে সমান জনপ্রিয় ছিলেন তিনি। যেকোনো চরিত্রে খুব সহজে মানিয়ে নিতে পারতেন। ন্যাচারাল অভিনয় করার ক্ষমতা ছিল তার। যেকোনো চরিত্র ফুটিয়ে তুলতে পারতেন এই অভিনেতা। অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। এরপর কাজ করেছেন সিনেমাতেও। হুমায়ূন আহমেদ পরিচালিত চ্যালেঞ্জার অভিনীত সিনেমাগুলো হচ্ছে- দুই দুয়ারী, শ্যামল ছায়া, নয় নম্বর বিপদ সংকেত ও দারুচিনি দ্বীপ। বড় ভাই চ্যালেঞ্জারের মৃত্যুদিনে স্মরণ করছেন ছোট বোন ও অভিনেত্রী মনিরা মিঠু। ফেসবুকে চ্যালেঞ্জারের ছবি পোস্ট করে এই অভিনেত্রী লেখেন, ভাইজান এই দিনে চলে গেছেন। হে পৃথিবীর পালনকর্তা, মহান রাব্বুল আলামীন, ভাইজানের সমস্ত গুনাহ মাফ করে দিন। তার উত্তম কাজের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status