খেলা
পুত্র সন্তানের বাবা হলেন মিরাজ
স্পোর্টস রিপোর্টার
২০২০-১০-১০
বাবা হলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আজ শনিবার সকালে মিরাজ-রাবেয়া আক্তার প্রীতি দম্পতির কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা হওয়ার খবর জানিয়ে মিরাজ লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।’ পাঁচ বছর প্রেমের পথচলার পর গত বছরের মার্চে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিরাজ ও প্রীতি।
স্ত্রীর পাশে থাকতে চলমান জাতীয় দলের স্কিল ক্যাম্প থেকে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিলেন ২২ বছর বয়সী এই অলরাউন্ডার। আগামীকাল রোববার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে কাপে খেলবেন মিরাজ। মাহমুদুল্লাহ একাদশের হয়ে খেলবেন তিনি।
স্ত্রীর পাশে থাকতে চলমান জাতীয় দলের স্কিল ক্যাম্প থেকে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিলেন ২২ বছর বয়সী এই অলরাউন্ডার। আগামীকাল রোববার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে কাপে খেলবেন মিরাজ। মাহমুদুল্লাহ একাদশের হয়ে খেলবেন তিনি।