কলকাতা কথকতা

কলকাতা কথকতা

করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের হঠাৎ অবস্থার অবনতি, আইসিসিইউতে

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

১০ অক্টোবর ২০২০, শনিবার, ৯:২৩ পূর্বাহ্ন

শুক্রবার দুপুর পর্যন্ত ভালো ছিলেন। বেশ সুস্থ হয়ে উঠছিলেন। বৃহস্পতিবার থেকে তার আর জ্বরও আসেনি। কিন্তু, শুক্রবার দুপুরের পর থেকে হঠাৎ অবস্থার অবনতি হল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বেলভিউ ক্লিনিক কর্তৃপক্ষ কোনও ঝূঁকি নেননি। শুক্রবার বিকেলেই তাকে স্থানান্তরিত করা হয় আইসিসিইউতে।

চিকিৎসকরা জানিয়েছেন, উচ্চ রক্তচাপে ভুগছেন ৮৫ বছরের এই কিংবদন্তী। করোনার সঙ্গে তার ক্যান্সার - সুগার - প্রেসার - সি ও পি ডি জনিত কো মর্বিডিটি আছে বলে চিকিৎসকরা শঙ্কিত। তবে, তারা অগণিত সৌমিত্র ভক্তকে আশা দিয়েছেন যে, মানসিক শক্তিতে ভরপুর অভিনেতা সুস্থ হয়ে উঠবেন। চব্বিশ ঘন্টা তাকে কড়া পর্যবেক্ষণে রাখা হবে।

উল্লেখ্য, সৌমিত্র চট্টোপাধ্যায় ২০১৯ সালের ১৩ই অগাস্ট উদ্বেগ ছড়িয়ে রুবি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন। সেবার তার শরীরে উচ্চরক্তচাপ জনিত কারণে সোডিয়াম- পটাশিয়াম এর মাত্রা কমে গিয়েছিল। সাতজন সদস্যের একটি মেডিকেল টিম তাকে সেবার সুস্থ করে। এবার করোনা আক্রান্ত হয়ে তিনি মঙ্গলবার বেলভিউতে ভর্তি হন। আপাতত তার ঠাঁই আইসিসিইউতে ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status