বিনোদন

ছন্দে ফিরেছেন মাহি

স্টাফ রিপোর্টার

১০ অক্টোবর ২০২০, শনিবার, ৮:০৪ পূর্বাহ্ন

চিত্রনায়িকা মাহিয়া মাহি। শুরুটা চমকপ্রদ হলেও মাঝে অনেকটাই খেই হারিয়া ফেলেছিলেন বলা চলে। কিছুতেই ছন্দে ফিরতে পারছিলেন না। তার কথায় সিনেমা থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিতও পাওয়া গিয়েছিল। বলেছিলেন মনের মতো চরিত্র এবং গল্প না পেলে সহসাই কাজে ফিরবেন না। সেই কথা অনুযায়ী যখন কাজে ফিরলেন, তার মতো করেই ফিরলেন। ছন্দেও ফিরলেন। বর্তমানে কিছু ভালো সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন এ নায়িকা। ‘নবাব এলএলবি’, ‘আশীর্বাদ’ সিনেমার পর ‘মরীচিকা’ শিরোনামের ওয়েব সিরিজের কাজে ব্যস্ত সময় কাটছে তার। সব মিলিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন এই নায়িকা। চলতি ব্যস্ততাকে উপভোগ করছেন বলেও জানিয়েছেন। ‘নবাব এলএলবি’ এবং ‘আশীর্বাদ’ সিনেমা দু’টির কাজ অনেকাংশে শেষ। এরমধ্যে প্রথম ছবিটি বাণিজ্যিক ধারার। এখানে মাহি অভিনয় করছেন শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে। এটি ‘আই থিয়েটার’ নামের ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে। এর আগে ‘ভালোবাসা আজকাল’ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছিলেন শাকিব খান ও মাহি। চলচ্চিত্রটি দর্শকদের মাঝে সাড়া ফেললেও গত কয়েক বছর শাকিবের সঙ্গে অভিনয়ে দেখা যায়নি মাহিকে। দীর্ঘ সময় পর সহশিল্পী হিসেবে শাকিবকে পেয়ে উচ্ছ্বসিত মাহি। আর ‘আশীর্বাদ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অনুদানের সিনেমায় কাজ করছেন তিনি। এতে তার সহশিল্পী চিত্রনায়ক রোশান। এই সিনেমাটিতে কাজ করেও ভালো অভিজ্ঞতা হচ্ছে মাহির। সবমিলিয়ে সুসময় যাচ্ছে দর্শকপ্রিয় এই নায়িকার। মানবজমিন-এর সঙ্গে আলাপকালে মাহি বলেন, নায়িকা নয় অভিনেত্রী হওয়ার লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। বর্তমানে যে কাজগুলো করছি সেগুলোতে অভিনয়ের ক্ষুধা মেটাতে পারছি। এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ ছবির মধ্য ?দিয়ে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মাহিয়া মাহি। তবে পরের বছরই জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিতে সাইমনের বিপরীতে দুর্দান্ত অভিনয় করে রাতারাতি দর্শকদের মনের রানী হয়ে যান মাহি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরইমধ্যে গেল কয়েক বছরে বেশকিছু ব্যবসা সফল ছবিতে অভিনয় করেছেন এই নায়িকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status