শিক্ষাঙ্গন

ধর্ষণের বিরুদ্ধে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

৬ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ৫:১১ পূর্বাহ্ন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) চোখে কালো কাপড় বেধে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ মানববন্ধনে অংশ নেয় প্রায় শতাধিক শিক্ষার্থী। মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের চোখে কালো কাপড় এবং হাতে পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা তাদের সাত দফা দাবি তুলে ধরেন। উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে ধর্ষণ আইন পুনঃবিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা, ধর্ষণজনিত ঘটনা বা অপরাধের জন্য আলাদা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, ৩০-৬০ কার্যদিবসের মাঝে বিচার সম্পন্ন করার প্রক্রিয়া ধর্ষিতার বিনামূল্যে চিকিৎসা এবং পরিবারকে ক্ষতিপূরণ দেয়া, প্রতি জেলায় ধর্ষণ প্রতিরোধে পুলিশের আলাদা টাস্কফোর্স গঠন করা, নির্জন রাস্তায় সচল সিসিটিভি স্থাপন করা, পূর্ববর্তী সকল ধর্ষণ মামলার রায় ৬ মাসের মধ্যে সম্পন্ন করা এবং দলীয় মদদে কোন ধর্ষণকে বা কোন অপরাধকে আশ্রয় দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। মানববন্ধনে অংশগ্রহণকারী আইন বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী শরীফ আহমেদ বলেন, যে ঘটনাগুলো মিডিয়াতে আসে, ভাইরাল হয়, শুধু সেই ঘটনাগুলো নিয়েই আন্দোলন হয়। আরো ঘটনা ঘটে, যেগুলো আদালাতে ঝুলতে থাকে। আলোচিত-অনালোচিত সব ঘটনার দ্রুত সুষ্ঠু বিচার দাবী করছি। শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ একটি জঘন্যতম ঘটনা। দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও ধর্ষিতাকে সরকারীভাবে চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার ব্যবস্থা করুন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status