ভারত

বঙ্গোপসাগরে  বাংলাদেশ- ভারত নৌ মহড়া শুরু

বিশেষ সংবাদদাতা, কলকাতা

৪ অক্টোবর ২০২০, রবিবার, ৯:৫২ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে বাংলাদেশ  এবং ভারতের তিনদিনের নৌ মহড়া শনিবার শুরু হয়েছে।  বঙ্গোসাগর নামাঙ্কিত এই মহড়া চলবে সোমবার পর্যন্ত।  মূলত সামুদ্রিক অপরাধের বিরুদ্ধেই এই যৌথ মহড়া। বাংলাদেশ-ভারত জলসীমায় ইদানিং চোরাচালান,  মানবপাচার এবং জলদস্যুদের  আক্রমণ বৃদ্ধি হয়েছে।  এই অপরাধের প্রবণতা রোখার  জন্যেই এই যৌথ মহড়া।  বঙ্গোসাগর মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশের যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যয় এবং বানৌজা আবু বকর।  এছাড়াও আছে একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট।  ভারতের পক্ষে দুটি যুদ্ধ জাহাজ  আই এন এস কিলতান এবং আই এন এস খুকরি অংশ নিচ্ছে এই মহড়ায়।  আছে একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফটও।  দু’ দেশের নৌ বাহিনীর আশা,  এই মহড়া সমুদ্রে অপরাধদমনে  সাহায্য করবে।  উল্লেখযোগ্য,  স্থলপথে কড়াকড়ি হওয়ার পর মানবপাচারে ইদানিং জলপথের ওপর ভরসা করছে অপরাধীরা।  বাংলাদেশ-ভারতে পণ্য পরিবহন জলপথে হচ্ছে অনেকটাই।  তাই, জলদস্যুরা অনেক বেশি সক্রিয় হচ্ছে।  প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার থেকে  জলদস্যুরা এসে লুটপাট চালাচ্ছে।  এই যৌথ নৌ মহড়া তাদেরও সবক শেখাবে,  আশা নৌ কর্তাদের।        

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status