কলকাতা কথকতা

কলকাতা  কথকতা 

মুম্বইয়ে লোকাল ট্রেন চলছে,  কলকাতায় শহরতলির ট্রেন না চালানোটা মোদি সরকারের রাজনীতি : যাত্রী সংগঠন  

জয়ন্ত চক্রবর্তী,   কলকাতা  

২ অক্টোবর ২০২০, শুক্রবার, ৭:১৯ পূর্বাহ্ন

 

মুম্বইয়ে দেশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক।  সেখানে লোকাল ট্রেন চলছে। অথচ দেশের প্রথম সাতটি রাজ্যের নিরিখে করোনা আক্রান্তের  সংখ্যায় পশ্চিমবঙ্গ না থাকলেও সেখানে লোকাল ট্রেন চালানো হচ্ছে না।  এর ফলে প্রায় আড়াই কোটি নিত্যযাত্রী সীমাহীন  সমস্যায়।

বেঙ্গল রেলওযে প্যাসেঞ্জার্স এসোসিয়েশানের পক্ষে অভিযোগ করা হয়েছে,  বাংলার অর্থনীতিকে ধ্বংস করার জন্য মোদি সরকারের এটি চক্রান্ত।  যাত্রী সংগঠনের পক্ষে ই-মেইল পাঠানো  হয়েছে পূর্ব রেল,  দক্ষিণ পূর্ব রেল ও উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারদের কাছে।  ই-মেইল পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর কাছেও।  শুক্রবার সারা দেশে আনলক - ফাইভ শুরু  হয়েছে।  রাজ্যের যাবতীয় চিড়িয়াখানা ও সাফারি পার্কের দরজা খুলে দেয়া  হয়েছে।  মুম্বইয়ে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে।  কলকাতায় মেট্রোর সংখ্যা বাড়ছে।  অথচ লোকাল ট্রেন চালানো হচ্ছে না।  দুই চব্বিশ পরগনা,  হাওড়া,  হুগলি, নদিয়া,  মুর্শিদাবাদ এর  মানুষ বিপন্ন লোকাল ট্রেন না চলায়।  ১৫ই অক্টোবর সিনেমা হলও খুলে যাচ্ছে।  যাত্রী সংগঠন মনে করে, লোকাল ট্রেন না চালিয়ে মমতা সরকারকে  টাইট দেয়া হচ্ছে।

 

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status