ভারত

এবারের আইপিএল প্রথম সপ্তাহে টেক্কা দিয়েছে বাকি সব আইপিএলকে

বিশেষ সংবাদদাতা, কলকাতা

১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৮:৪৫ পূর্বাহ্ন

করোনা আবহে আইপিএল-এর ভবিষ্যৎ নিয়ে যারা উদ্বিগ্ন হয়েছিলেন, তাদের জানানো যেতে পারে যে, প্রথম সপ্তাহে টেলিভিশন গেম শো হিসেবে এবারের আইপিএল টেক্কা দিয়েছে আগের বারোবারকে। আইপিএল এর ত্রয়োদশ সংস্করণ যে বাকিদের থেকে অনেকটা এগিয়ে গেছে তার প্রমাণ বৃহস্পতিবার প্রকাশিত বার্ক - নিয়েলসন রিপোর্ট। এই রিপোর্টে বলা হয়েছে, এবার আইপিএল প্রথম সপ্তাহে দেখেছে কুড়ি কোটি ষাট লক্ষ মানুষ। আট কোটি ষাট লক্ষ বাড়িতে নিয়মিত আইপিএল দেখা হয়েছে প্রথম সপ্তাহে। সংখ্যাটি দু'হাজার ঊনিশের থেকে পনের শতাংশ বেশি। পান্ডেমিক এর লকডাউনে আইপিএল একটা মুক্ত বাতাস। তাই দর্শকদের আনুকূল্য পাচ্ছে আইপিএল। দর্শকদের মধ্যে চৌদ্দ কোটি সত্তর লক্ষ শহরের বাসিন্দা। পুরুষ দর্শকের সংখ্যা সাড়ে চৌদ্দ কোটি। যা গতবারের তুলনায় অনেক বেশি। লকডাউনের পর আইপিএলের প্রথম সপ্তাহটি ছিল সাঁইত্রিশতম সপ্তাহ। বিজ্ঞাপনদাতাদের আনুকূল্য কতোটা পাবে আইপিএল তা নিয়ে সন্দেহের অবকাশ ছিল। কিন্তু অন্যবারের তুলনায় পনের শতাংশ বেশি বিজ্ঞাপন পেয়েছে আইপিএল। মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এর উদ্বোধনী ম্যাচে বার্ক - নিয়েলসন এর রিপোর্ট অনুযায়ী পাঁচ কোটি চল্লিশ লক্ষ ইম্প্রেশন হয়। অন্য ম্যাচগুলো পেয়েছে গড়ে তিনকোটি চল্লিশ লক্ষ ইম্প্রেশন। আইপিএল যত এগোবে ততো টেলিভশন দর্শক সংখ্যা বাড়বে। আসবে বিজ্ঞাপনদাতারা। আইপিএল শুরুর আগে ভারতীয় ক্ৰিকেট বোর্ড এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, এবার সব থেকে বেশি দর্শক আইপিএল দেখবে। অন্তত প্রথম সপ্তাহে সৌরভ ছক্কা হাঁকিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status