শিক্ষাঙ্গন

আইসিইউ না পেয়ে রামেক হাসপাতালে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি

১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৪:৫৬ পূর্বাহ্ন

রাজশাহী মেডিকেল (রামেক) হাসপাতালের আইসিইউ না পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ্ আল মামুনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।

রাজশাহীর নওহাটা এলাকার আক্কাস আলীর ছেলে তিনি। নগরীর ‘তন্নী ছাত্রাবাসে’ তিনি থাকতেন বলে জানা গেছে।

সহপাঠী ঈসমাইল হোসেন জনি জানান, জন্ডিসের কারণে সম্প্রতি তার কিডনি ‘অচল’ হয়ে যায়। আজ ভোর রাত ৪টার দিকে আব্দুল্লাহ আল মামুনের শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউয়ের প্রয়োজন পড়ে। রাজশাহী মেডিকেলে আইসিইউ’র জন্য যোগাযোগ করলে একটি সিট ফাঁকা আছে বলে জানানো হয়। এই সিট পেতে হলে হাসপাতালের পরিচালকের (ডাইরেক্টর) লিখিত অনুমতি লাগবে বলে দায়িত্বরতরা জানান। সিট পেতে হাসপাতাল পরিচালককে রাতে ফোন করেন তারা; তবে তিনি ফোন ধরেননি। পরে বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোত করে  হাসপাতালে আইসিইউ'র ব্যবস্থা করার চেষ্টা করেন তারা। কিন্তু এরই মধ্যে মামুন না ফেরার দেশে চলে যান।

এ বিষয়ে মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এনামুল হক বলেন, মামুনের আইসিইউ’র ব্যবস্থা করার জন্য তাঁর বাবা ও বন্ধুরা যোগাযোগ করেছিলেন। আজ রাত ৪টার দিকে আমাকে এক ছাত্র ম্যাসেজ করে আইসিইউয়ের জন্য সহযোগিতা করতে অনুরোধ জানান। ঘুমিয়ে থাকায় তখন ম্যাসেজের সাড়া দিতে পারিনি। পরে যোগাযোগ করা হলেও আইসিইউ পাওয়ার আগেই মারা যায় সে। সে যদি আইসিইউ পেত তাহলে চিকিৎসাটা আরো ভালো হত। এমন দুঃসংবাদ আসতো কি-না সেটা জানি না।

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আব্দুল্লাহ্ আল মামুন নামের কারো মৃত্যু হয়েছে বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status