প্রথম পাতা

বাইশ বছরে চ্যানেল আই

স্টাফ রিপোর্টার

১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৯:২৮ পূর্বাহ্ন

একুশ পেরিয়ে বাইশ বছরে পদার্পণ করলো চ্যানেল আই। প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিন চ্যানেল আই পরিবার উদ্‌যাপন করে জাঁকজমকভাবে। কিন্তু করোনা সংক্রমণ ঝুঁকির কারণে এবার চ্যানেল আই চেতনা চত্বরে কোনো কর্মসূচি নেই। তবে চ্যানেল আই পর্দা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের নানা আয়োজন থাকবে বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর পরিচালনা পরিষদের সকল সদস্যের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বাইশে চ্যানেল আই, সামনে এগিয়ে যাই।’ চ্যানেল আই ২২ বছরে পথচলার শুভলগ্নের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। বিশেষ ক্রোড়পত্রের জন্য দীর্ঘ লেখা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণী দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আই- এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।

প্রতি বছর এই দিনে এই সময়টিতেই চ্যানেল আই প্রাঙ্গণ মুখরিত থাকে চ্যানেল আই-এর জন্মদিন উদ্‌যাপনের আনন্দে। থাকেন চ্যানেল আই পরিচালনা পরিষদের সব সদস্যবৃন্দ। যোগ দেন দেশের বিভিন্ন অঙ্গনের সেরা মানুষেরা। এবারও চ্যানেল আই পরিবারের সবার হৃদয়ে একই উচ্ছ্বাস। কিন্তু এই প্রাঙ্গণে তার ছিটেফোঁটা নেই। সারা পৃথিবীই সীমিত করেছে সবকিছু। করোনাভাইরাসের আক্রমণে কোভিড-১৯ এর প্রভাবে পৃথিবী পাল্টে গেছে। এখন স্বাস্থ্য সচেতনতার স্বার্থেই এড়িয়ে চলতে হচ্ছে কোলাহল। কিন্তু চ্যানেল আই তার জন্মদিনে বিশ্বব্যাপী বাঙালি দর্শকদের হৃদয়ে পৌঁছে দিতে চায় উচ্ছ্বাস। পৌঁছে দিতে চায় জন্মদিনের আনন্দ আয়োজন। চ্যানেল আই- এর পর্দাজুড়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল প্ল্যাটফরমে সারা পৃথিবীর দর্শকদের সঙ্গে হবে ভালোবাসা বিনিময়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইতে দিনভর প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status