খেলা

প্যারিসের শীতে বরং সুবিধা জকোভিচের

স্পোর্টস ডেস্ক

১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৯:১১ পূর্বাহ্ন

ফ্রেঞ্চ ওপেনে র‌্যাকেট হাতে উড়ন্ত সূচনা করলেন নোভাক জকোভিচ। আর গতকাল দাপুটে জয় শেষে জকোভিচ বলেন, ‘প্যারিসের শীতে সমস্যা নেই। বরং আমার মনে হয় এটা আমার খেলার স্টাইলের সঙ্গে বেশ উপযুক্ত।’ সবশেষ ইউএস ওপেনে মেজাজ হারানোর ফলে অপ্রত্যাশিত ঘটনায় আসর থেকে বিদায় নিতে হয়েছিল জকোভিচকে। ভুল ক্রমে লাইন জাজকে বল মেরে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। আর গতকাল ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে সরাসরি সেটের জয়ে মাত্র ৫টি গেম হাতছাড়া করেন এ সার্বিয়ান তারকা। শীর্ষ বাছাই জকোভিচ সুইডেনের মাইকেল ওয়াইমাকে হারান ৬-০, ৬-২, ৬-৩ গেমে। এবারের ফরাসি ওপেনে খেলছেন না ২০টি গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী সুইস তারকা রজার ফেদেরার। এবার বোদ্ধা-বিশ্লেষকদের মতে ‘ক্লে কোর্টের রাজা’ খ্যাত স্প্যানিয়ার্ড তারকা রাফায়েল নাদাল (রেকর্ড ১২বারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন) ও নোভাক জকোভিচের মধ্যেই হবে শিরোপার লড়াইটা। গতকাল জকোভিচ প্রথম সেট জিততে সময় নেন মাত্র ২০ মিনিট। তিন সেট জিততে তার সময় লাগে ১ ঘণ্টা ৩৮ মিনিট। এবারের ফ্রেঞ্চ ওপেনের ঠান্ডা আবহাওয়া, বল নিয়ে কথা হচ্ছে প্রচুর। জকোভিচ নিজেও স্বীকার করলেন সেসব চ্যালেঞ্জের কথা। তবে তিনি মনে করেন, এসব পারিপার্শ্বিকতা তার খেলার স্টাইলের সঙ্গেই যায়। বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় জকোভিচ বলেন, ‘ফ্রেঞ্চ ওপেনে যেভাবে আমরা খেলে অভ্যস্ত, সেই কন্ডিশন থেকে এবারের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। সবাই এসব নিয়ে কথা বলছে। বল, ঠাণ্ডা আবহাওয়া। অবশ্যই এসব খেলার ওপর প্রভাব ফেলে। কিন্তু আমার মনে হয় এটা আমার খেলার স্টাইলের সঙ্গে বেশ উপযুক্ত।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status