বিনোদন

অক্টোবরে আসছেন শাকিব

স্টাফ রিপোর্টার

১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৮:২২ পূর্বাহ্ন

একেবারে টানা শুটিং। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ। এভাবেই কাজের মাধ্যমে নিজের নতুন সিনেমা ‘নবাব এলএলবি’র কাজ শেষ করছেন ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। প্রতিদিন রাত ১১টা পর্যন্ত চলেছে এ ছবির শুটিং। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। এরইমধ্যে ছবিতে শাকিবের নতুন লুক প্রকাশ হয়ে বেশ চর্চিত হয়েছে। এখানে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন এ তারকা। করোনা পরিস্থিতির পর এই প্রথম কোনো ছবিতে অভিনয় করলেন তিনি। তাই ছবিটি নিয়ে শাকিব ভক্তদের প্রত্যাশাও বেশি। সেই প্রত্যাশার খবর নায়ক ভালো করেই জানেন। তাই ছবির জন্য নিজেকে প্রস্তুত করেছেন সেভাবেই। শাকিব নিজেও বেশ সন্তুষ্ট ছবিটিতে কাজ করে। এরইমধ্যে দেশের পর মালদ্বীপে এর গানের শুটিং হতে যাচ্ছে। এমনকি ছবি মুক্তির তারিখও ঠিক করে ফেলা হয়েছে। ‘নবাব এলএলবি’ মুক্তি পাবে অক্টোবরের ২৩ তারিখ। শাকিব অভিনীত শেষ ছবি ছিল কাজী হায়াত পরিচালিত ‘বীর’। এ ছবিটি ফেব্রুয়ারিতে মুক্তি পেয়ে বেশ ভালো ব্যবসা করে। সাত মাস পর ‘নবাব এলএলবি’ ছবিতে শাকিবকে পাচ্ছেন আবার দর্শকরা। এ ছবিতে তার নায়িকা মাহিয়া মাহি ও স্পর্শিয়া। ছবি নিয়ে নিজের প্রত্যাশার কথা বলতে গিয়ে শাকিব খান বলেন, সবাই শতভাগ মনোযোগ দিয়ে এ ছবিটির কাজ করেছি আমরা। এই সংকটকালীন স্বাভাবিকভাবে কাজের চেষ্টা করে গেছি। ছবিটির সব কিছুতেই নতুনত্ব পাবেন দর্শকরা। ছবির লোকেশন, সেট, গান, অ্যাকশন সব কিছুই অন্য আয়োজনে ধারণ করা হয়েছে। শাকিব বলেন,
অক্টোবরের প্রথম সপ্তাহে মালদ্বীপে যাচ্ছি গানের শুটিংয়ে। আশা করছি সেখানে গানগুলো করলে আরো চমৎকার হবে। গান বাদ দিলে আমাদের শুটিং প্রায় শেষ। সব মিলিয়ে খুব ভালো হয়েছে। ওটিটি-তে রিলিজের পাশাপাশি আমি চাই ‘নবাব এলএলবি’ সিনেমা হলেও যেন মুক্তি পায়। এদিকে এই ছবিটি অ্যাপে আগে মুক্তি দেয়া হবে, এরপর হলে দেয়া হবে বলে জানিয়েছেন এর পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, ‘নবাব এলএলবি’র শুটিং শাকিব ভাই নবাবের মতোই করেছেন। আমরা সবাই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। ছবিটি নিয়ে আমাদের সবারই প্রত্যাশা অনেক। আশা করছি সেটি পূরণ হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status