খেলা

স্পোর্তকে দেয়া মেসির সাক্ষাতকার

‘ভুল যদি করেও থাকি বার্সার ভালোর জন্যই করেছি’

স্পোর্টস ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ২:১৮ পূর্বাহ্ন

নানান কারণে বার্সেলোনায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন লিওনেল মেসি। ন্যু ক্যাম্প ছেড়ে পাড়ি জমাতে চেয়েছিলেন ম্যানচেস্টার সিটিতে। চুক্তির মারপ্যাঁচে শেষ পর্যন্ত অবশ্য মেসি থেকে গেছেন শৈশবের ক্লাবেই। তবে মনে কোনো ক্লেশ রাখেননি তিনি। সব ভুলে মাঠে সেরাটা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই আর্জেন্টাইন। মেসির নিবেদন দেখা গেছে মৌসুমের প্রথম ম্যাচেই। মঙ্গলবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্তকে দেয়া সাক্ষাতকারে ক্লাব ছাড়ার ইস্যুতে কথা বলেন মেসি। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, যাই করেছেন তা বার্সেলোনার কল্যাণের জন্যই করেছেন। স্পোর্তের অনলাইন ভার্সনে প্রকাশিত মেসির সাক্ষাতকারের চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে-

একসঙ্গে লড়াইয়ের আহ্বান
অতীত ভুলে মেসি নেমে পড়েছেন মাঠে। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে মৌসুমের প্রথম লীগ ম্যাচেই গোল করেছেন তিনি। যে ম্যাচে ভিয়ারিয়ালকে ৪-০ গোলে হারায় বার্সেলোনা। আগামীকাল সেল্টা ভিগোর মাঠে দ্বিতীয় ম্যাচ তাদের। দলীয় অধিনায়ক হিসেবে মেসি তার সতীর্থদের একটা বার্তা দিয়েছেন স্পোর্তের ইন্টারভিউয়ের মাধ্যমে। মেসি বলেন, ‘বোর্ডের সঙ্গে অনেক মতানৈক্যের পর আমি সবকিছুর একটা ইতি টানতে চেয়েছিলাম। কিন্তু এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং বুঝতে হবে সেরা এখনো আসতে পারে।’

নিজের ভুল
বার্সেলোনাকে খুব ভালোবাসেন মেসি। সেটা কারোর অজানা নয়। প্রিয় ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাওয়ার কারণটাও মহৎ ছিল বলে দাবি তার। মেসি বলেন, ‘আমি আমার ভুলের দায় নিচ্ছি। আর কোনো ভুল যদি করেও থাকি তা বার্সেলোনাকে ভালো ও শক্তিশালী করার জন্যই করেছি।’

প্যাশন
কীভাবে সেরার মঞ্চে ফিরতে পারবে বার্সেলোনা, স্পোর্তের সাক্ষাতকারে সেটাও বলেছেন মেসি। নিজেদের ‘জাহাজীর’ সঙ্গে তুলনা করে মেসি বলেন, ‘প্রেরণা ও রোমাঞ্চের সঙ্গে প্যাশন যোগ হলেই কেবল আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। সব সময় ঐক্যবদ্ধ হয়ে একই দিকে দাঁড় টানতে হবে আমাদের।’

ভক্তদের প্রতি বার্তা
মেসির দলবদল নাটক বার্সেলোনা ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকে বিষয়টি নিয়ে বিরক্ত, মেসিকে দোষারোপ করেছেন তারা। তবে মেসি জানালেন, মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তার। ভক্তদের উদ্দেশ্যে বাঁ পায়ের জাদুকরের বার্তা, ‘বার্সার সকল সোশিও (নিবন্ধিত সদস্য) ও ভক্তকে আমি একটা বার্তা দিতে চাই। যদি কোনো সময় আমার কোনো কথা কিংবা কাজে আপনারা বিরক্ত হন সেক্ষেত্রে একটি বিষয়ে নিশ্চিত থাকতে পারেন: আমি যা করেছি সব সময় ক্লাবের ভালোর কথা ভেবেই করেছি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status