অনলাইন

এতিম ও মাদ্রাসা ছাত্রদের পাশে "পথশিশু ফাউন্ডেশন"

অনলাইন ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ১২:১৪ অপরাহ্ন

অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সময় পথশিশুদের জীবনযাত্রার মান উন্নয়ন ও শিক্ষা প্রদানের জন্য কাজ করে। সরকারী অর্থায়নেও পরিচালিত হয় বিভিন্ন শেল্টার হোম। তবুও শহর ও দেশের সর্বত্র বিচরন করতে দেখা যায় এসব "পথশিশু"। এই চিন্তা থেকে এসব ছিন্নমূল পথশিশুদের জন্য কিছু করার আগ্রহ নিয়ে সময় সংবাদের চিত্র সাংবাদিক " নুরুল আলম নয়নের" উদ্যোগে তৈরী হয় ফেসবুক গ্রুপ "পথশিশু ফাউন্ডেশন"।

প্রতিষ্ঠার পর থেকে "পথশিশু ফাউন্ডেশন"  গ্রুপটি সবার কাছে এতোটাই গ্রহণযোগ্যতা পেয়েছে যে, গ্রুপ তৈরীর ৪ মাসেই সদস্য সংখ্যা হয় ৮ হাজার। সকলের সহযোগিতায় গ্রুপটি খুব তারাতাড়ি সাফল্যের শীর্ষে পৌছাবে এবং  মানবতা ও সেবার লক্ষ্যে কাজ করবে এমনটাই  প্রত্যাশা করছে গ্রুপটির সকল সদস্য ।

গ্রুপ তৈরির ৫ মাসে প্রায় ২১ টি খাদ্য সহায়তা কর্মসূচি হাতে নিয়ে প্রায় ৪ হাজার পথশিশু/রিকসাওয়ালা ও ছিন্নমূল মানুষের মাঝে প্যাকেটকৃত খাদ্য বিতরন করেছে "পথশিশু ফাউন্ডেশন"।

গ্রুপের এ্যাডমিন নয়ন বলেন, এসব পথশিশুদের পাশে থাকা ও তাদের জন্য একজন নাগরিকের যেসব মৌলিক সুবিধা যেমন, অন্ন-বস্ত্র-বাসস্থান-চিকিৎসা ও শিক্ষার ব্যাবস্থা করার জন্যই "পথশিশু ফাউন্ডেশন" গ্রুপটি তৈরী করা হয়েছে।এছাড়াও আমরা কারিগরী জ্ঞান প্রদান,সামাজিক শিক্ষা প্রদান,মাদক থেকে মুক্ত করা, ধর্মীয় শিক্ষা প্রদান,দেশপ্রেম সৃষ্টির লক্ষে কাজ করবো।

২২ তম খাদ্য সহায়তা কর্মসূচি কুড়িগ্রামের নাগেশ্বরী ভিতরবন্দের নওদাবশ মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়, ফাউন্ডেশনের উপদেষ্টা, ইতালি প্রবাসী মাহমুদ আহমেদ নাঈম এর উদ্যোগে  ১১৭ জন মাদ্রাসা ছাত্রদের মাঝে টুপি/পাগড়ী ও দুপুরের খাবার প্রদান করা হয়, বৃদ্ধাশ্রমে থাকে ৭ জন মায়ের জন্য ৭ টি শাড়ি উপহার দেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status