দেশ বিদেশ

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে সোলার প্যানেল স্থাপনের সুপারিশ

সংসদ রিপোর্টার

৩০ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৯:১৬ পূর্বাহ্ন

দেশের দীর্ঘতম পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ১৪টি স্টেশনে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সোলার প্যানেল স্থাপনের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, মো. শফিকুল আজম খান, মো. সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও বেগম নাদিরা ইয়াসমিন জলি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের জানান, পদ্মা সেতু প্রকল্পের রেলস্টেশনগুলোতে সোলার প্যানেল স্থাপনের সুপারিশ করা হয়েছে। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে। এই সুপারিশ  দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। কমিটি সূত্র জানায়, বৈঠকে রেলওয়ের পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কাজের অগ্রগতি, চট্টগ্রামের টাইগার পাশ এলাকায় রেলওয়ের উদ্ধারকৃত ৪৫০টি আবাসিক কোয়ার্টার এবং রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিক্রয়যোগ্য স্ক্র্যাপের পরিমাণ সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হয়। এ সময় জানানো হয়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ৫১২টি এবং পশ্চিমাঞ্চলে ৯১২টি এলসি গেইটে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় সৌর বিদ্যুতায়নের প্রকল্প বাস্তবায়ন চলছে। কমিটির পক্ষ থেকে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status