খেলা

বাফুফে নির্বাচন

‘পরিবর্তন নয় এগিয়ে নিতে চাই ফুটবলকে’

স্পোর্টস রিপোর্টার

৩০ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৮:১৭ পূর্বাহ্ন

কাজী মোহাম্মদ সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ থেকে প্রথমবারের মতো সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন আতাউর রহমান মানিক। প্রতিশ্রুতি দিয়েছেন দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার। আধুনিক জিমনেশিয়াম থেকে শুরু করে কমপ্লায়েন্স স্টেডিয়াম তৈরির পরিকল্পনাও আছে তার। জেলা ফুটবলকেও চাঙ্গা করতে চান এই ক্রীড়া সংগঠক। গতকাল নির্বাচনী ভাবনা নিয়ে নিজের ব্যবসায়িক কার্যালয়ে আলোচনাকালে এসব কথা বলেন তিনি।
টানা ১২ বছর ধরে ফুটবল ফেডারেশনের দায়িত্বে আছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তার সময়েই ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৯৭-এ নেমে গিয়েছিল বাংলাদেশ। ভুটানের কাছে হারসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই ১২ বছরে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ছাড়া অন্যসব আয়োজনও ছিল অনিয়মিত। সালাউদ্দিন চতুর্থ মেয়াদে আবারো সভাপতি পদে প্রার্থী হয়েছেন। তার সঙ্গেই নির্বাচন করছেন তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান মানিক। নোয়াখালী জেলার এ ক্রীড়া সংগঠক ব্যবসায়ী হিসেবে বেশ সফল। ফুটবলের সঙ্গে জড়িত অনেক দিন থেকেই। তবে নির্বাচনে একেবারেই নতুন মুখ। প্রথমবার বাফুফের নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। লড়াইয়ের ময়দানে বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে তাকে। মানিকের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আরো ৭ জন। চারটি সহ-সভাপতি পদের বিপরীতে নির্বাচন করছেন ৮ জন। বর্তমান সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, তাবিথ আওয়াল, মহিউদ্দিন আহমেদ সেলিম ছাড়াও এ পদে এবার নির্বাচন করছেন ইমরুল হাসান, আমিরুল ইসলাম বাবু, শেখ মুহাম্মদ মারুফ হাসান ও আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল সম্পর্কে খোলাসা না করলেও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী আতাউর মানিক বলেন, ‘আমি নির্বাচন প্রক্রিয়ায় প্রথম হলেও ফুটবলে নতুন নই। ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জেলার ফুটবলে স্পন্সর করে আসছি। এরইমধ্যে
কাউন্সিলরদের সঙ্গে আলাপ করেছি। তাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করি, আমি নির্বাচনে জয় লাভ করতে পারবো।’ নির্বাচিত হলে দেশের ফুটবলকে অনেক দূর এগিয়ে নেয়ার স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি জানি ফুটবলের মূল সমস্যা কোথায়। আমার লক্ষ্য ফুটবলে পরিবর্তন নয়, এগিয়ে নেয়া। আর্থিক সমস্যা দূর করতে পারলে দেশের ফুটবলকে অনেক দূর এগিয়ে নিতে পারবো। আমি সেই স্বপ্নই দেখছি। সালাউদ্দিন-সালাম মুর্শেদীর নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল যদি আসতে পারে তাহলে অনেক কিছুই করা সম্ভব হবে। আমি নির্বাচনের আগে কোনো কথা বলতে চাই না। জিততে পারলেও ৪ঠা অক্টোবর থেকে আমি কথা বলবো। এবং কাউন্সিলররাও তখন দেখবে আমি কি করছি, না করছি। আমার প্রথম লক্ষ্য একটা আন্তর্জাতিক মানের জিমনেশিয়াম করা এবং কমপ্লায়েন্স স্টেডিয়াম তৈরি করা। কমপ্লায়েন্স স্টেডিয়াম অবশ্যই সরকারের সহযোগিতা নিয়ে করবো। তাছাড়া আর্থিক দৈন্যতা দূর করতে বড় বড় কর্পোরেট হাউজগুলোকে ফুটবলমুখী করবো। তৃণমূলে কাজ করতে হবে। নজর দিতে হবে বয়সভিত্তিক ফুটবলে। জেলা লীগগুলো নিয়মিত করার ইচ্ছে আছে।’ নির্বাচনে জিতলে এসব প্রতিশ্রুতি পূরণ করার আশ্বাস দিয়েছেন; কিন্তু হারলে ফুটবলের সঙ্গে থাকার গ্যারান্টি দেননি মানিক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status